মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
২৮১.মহাস্থানগড় কোথায় এবং কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বগুড়া জেলাপর করতোয়া নদীর তীরে।
২৮২.মহাস্তানগড় কি জন্য বিখ্যাত?
উত্তর: বাংলাদেশের প্রাচীন নগর পুন্ডবর্ধনের ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য।
২৮৩.খোদার পাতর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়ে।
২৮৪.বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়।
২৮৫.পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ জেলায়।
২৮৬.পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
উত্তর: সোমপুর বিহার।২৮৭.সোমপুর বিহারে ক’টি কামরা আছে?
উত্তর: ১৭৭টি।
২৮৮.লালমাই-ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লায়।
২৮৯.মালবন বিহার কোথায় অবস্থিত? উত্তর: কুমিল্লার ময়নামতিতে।
২৯০.আনন্দ বিহার কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লার লালমাই পাহড়।
২৯১.কুমিল্লা রকোটবাড়িতে অবস্থিত বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অধ্যক্ষ আখতার হামিদ (১৯৫৯ সােিল)।
২৯২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?
উত্তর: সীতাকোট বিহার।
২৯৩. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উত্তর: দিনাজপুরে।
২৯৪.সোনারগাঁও কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে।
২৯৫.. কার নামানুসারে সোনারগাঁ নামকরণ করা হয়েছে?
উত্তর: বাংলাদেশের স্বাধীন মাসক ঈসা খাঁর স্ত্রী ােনা বিবির নামে।
২৯৬.সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: মহাস্থানগড়।
২৯৭.বাংলাদেশর একমাত্র লোকশিল্পের যাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর: সেনারগাঁয়ে।২৯৮.বাংলাদেশে বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তর: ঢাকার আগারগাঁয়ে।
২৯৯.বাংলাদেেেশর ডাক যদুঘর কোথায় আছে এবং কয়টি ?
উত্তর: ১টি (জিপিও)
৩০০.. ডাকা বিম্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর: স্যার এএফ রহমান।
Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
৩০১.বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?
উত্তর: ওস্তাদ আয়াত আলী খান।
৩০২.বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতি গায়ক কে কে?
উত্তর: আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।
৩০৩. বাংলাদেমের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রমিল্পী কে?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিীন।
৩০৪.বাংলাদেমের শ্রেষ্ঠ কাটুর্নিস্ট কে?
উত্তর: রফিকুন্নবী।
৩০৫.বাংলাদেমর কয়েকটি আঞ্চলিক রৃত্যের নাম লিখুন।
উতত্র: জুমুর-রংপুর ও রাজশাহী ; জারী-ঢাকা, ময়মনসিংহ; ধুপ-খুলনা, যশোর, ফরদফরিদপুর; বল-যশোহর।
৩০৬.ডাকায় নির্মিত প্রথম বাংলা ছবির নাম কি?
উত্তর: মুখ ও মুখোশ।
৩০৭.বাংাদেমর শহীদ বুদ্ধিজীবীগণের নাম কিি কি?
উত্তর: মুনির চৌধুরী, গোবিন্দ চন্দ্র দেব, মহীদুল্লাহ কায়সার, ড. ফজলে রাব্বী, জহির রায়হান প্রমুখ।
৩০৮.জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্তিত?
উত্তর: ঢাকার সন্নিকটে সাবারে।

৩০৯.জাতীয় স্মৃতিসৌধের মূল নকমা করেন কে?
উত্তর: স্থপতি মঈনুল হোসেন।

৩১০. জাতীয় স্মৃতিসৌধের বিত্তিপ্রস্তর স্তাপন করেন কে?
উত্তর: বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান।
৩১১.জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর: ১৫০ ফুট বা ৪৬৫ মিটার।
৩১২.কেন্টদ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকায় মেডিকেল কলেজের উত্তর-পূর্ব কোণে।
৩১৩.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: স্থপতি হামিদুর রহমান।
৩১৪.ভাষা আন্দোলনে বিখ্যাত ৪ জন মহীদের নাম কি কি?
উত্তর: ক. রফিক, খ. সালাম, গ. জব্বার, ঘ. বরকত।
৩১৫.মুজবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে (পূর্বনাম বৈদনাথ তলা বা ভবের পাড়া)।
৩১৬. মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে?
উত্তর: স্থপতি তানভীর কবির।
৩১৭.শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌীধ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার মীরপুরে।
৩১৮.রাজারবাগ মহীদ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার রাজারবাগে।
৩১৯.রাজারবাগ স্মৃতিসৗধ কবে উদ্দোধন করা হয়?
উত্তর: ২৬ মার্চ, ১৯৯০ সালে।
৩২০.রাজারবাগ স্মৃতিসৌধ কে উদ্বোধন করেন?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল (অব) হুসেইন মুহম্মদ এরমাদ।
Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
২৪১.চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তিত হয় কবে?
উত্তর: ১৭৯৩ সালে।
হিন্দু ধর্মের সতীদাহ প্রথার বিলোপ করেন কে?
উত্তর:লর্ড বেন্টিঙ্ক।
২৪৩.এ উপমাহদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয় কবে?
উত্তর: ১৮৫৩ সালে।
২৪৪.সিপাহী বিগ্রোহ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৮৫৭ সালে।
২৪৫. ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে সূচনা প্রথম কোথায় হয়?
উত্তর: বঙ্গদেশের ব্যারাকপুরে।
২৪৬.বাংলায় নীল বিদ্রোহ সংগটিত হয় কবে?
উত্তর: ১৮৬০ খ্রিস্টাব্দে।
২৪৭.ভারত উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে?
উত্তর: লর্ড ক্যানিং।
২৪৮. ফরায়েজি আনেআলনের নেতৃত্ব দেন কে? উত্তর: হাজী মরীয়তুল্লাহ।

২৪৯...নীল বিদ্রোহ কি?
উত্তর: নীল চাষীদের সংগ্রাম।
২৫০.হাজী মরীয়তুল্লাহর মৃত্যুর পর কে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন?
উত্তর: দুদু মিয়া।
২৫১.বঙ্গভঙ্গ রেন কে?
উত্তর: লর্ড কার্জন।
২৫২.তীব্র আন্দোলনের ফলে বঙ্গভঙ্গ রোদ হয় কবে?
উত্তর: ১৯১১ সালে।
২৫৩.বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করা হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে।
২৫৪.খেলাফত আন্দোলন শুরু হয় কবে?
উত্তর: ১৯০২ সালে।
২৫৫.ঐতিহাসিক লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪০ সালে।
২৫৬.লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে, কখন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক, ১৯৪০ সালে।
২৫৭.মহান ভাষা আন্দোলনের চরম দিনক্ষণ কোনটি?
উত্তর: ১৯৫২ সালেরর ২১ ফেব্রুয়ারি।
২৫৮.ছয় দফা কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান র্কৃক ১৯৬৬ সালের ১৩ ফেব্রƒয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও অথনৈতিক দাবি সম্বলিত ৬ দাফা কর্মসূচি ঘোষণা করেন।

২৫৯.আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা কখন পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে।
২৬০.তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
উত্তর: ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যূ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়রকৃত দেশদ্রোহিতার মামলা।
Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/
Read More