মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
৩০১.বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?
উত্তর: ওস্তাদ আয়াত আলী খান।
৩০২.বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতি গায়ক কে কে?
উত্তর: আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।
৩০৩. বাংলাদেমের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রমিল্পী কে?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিীন।
৩০৪.বাংলাদেমের শ্রেষ্ঠ কাটুর্নিস্ট কে?
উত্তর: রফিকুন্নবী।
৩০৫.বাংলাদেমর কয়েকটি আঞ্চলিক রৃত্যের নাম লিখুন।
উতত্র: জুমুর-রংপুর ও রাজশাহী ; জারী-ঢাকা, ময়মনসিংহ; ধুপ-খুলনা, যশোর, ফরদফরিদপুর; বল-যশোহর।
৩০৬.ডাকায় নির্মিত প্রথম বাংলা ছবির নাম কি?
উত্তর: মুখ ও মুখোশ।
৩০৭.বাংাদেমর শহীদ বুদ্ধিজীবীগণের নাম কিি কি?
উত্তর: মুনির চৌধুরী, গোবিন্দ চন্দ্র দেব, মহীদুল্লাহ কায়সার, ড. ফজলে রাব্বী, জহির রায়হান প্রমুখ।
৩০৮.জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্তিত?
উত্তর: ঢাকার সন্নিকটে সাবারে।

৩০৯.জাতীয় স্মৃতিসৌধের মূল নকমা করেন কে?
উত্তর: স্থপতি মঈনুল হোসেন।

৩১০. জাতীয় স্মৃতিসৌধের বিত্তিপ্রস্তর স্তাপন করেন কে?
উত্তর: বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান।
৩১১.জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর: ১৫০ ফুট বা ৪৬৫ মিটার।
৩১২.কেন্টদ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকায় মেডিকেল কলেজের উত্তর-পূর্ব কোণে।
৩১৩.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: স্থপতি হামিদুর রহমান।
৩১৪.ভাষা আন্দোলনে বিখ্যাত ৪ জন মহীদের নাম কি কি?
উত্তর: ক. রফিক, খ. সালাম, গ. জব্বার, ঘ. বরকত।
৩১৫.মুজবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে (পূর্বনাম বৈদনাথ তলা বা ভবের পাড়া)।
৩১৬. মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে?
উত্তর: স্থপতি তানভীর কবির।
৩১৭.শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌীধ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার মীরপুরে।
৩১৮.রাজারবাগ মহীদ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার রাজারবাগে।
৩১৯.রাজারবাগ স্মৃতিসৗধ কবে উদ্দোধন করা হয়?
উত্তর: ২৬ মার্চ, ১৯৯০ সালে।
৩২০.রাজারবাগ স্মৃতিসৌধ কে উদ্বোধন করেন?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল (অব) হুসেইন মুহম্মদ এরমাদ।
Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post