মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
২৮১.মহাস্থানগড় কোথায় এবং কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বগুড়া জেলাপর করতোয়া নদীর তীরে।
২৮২.মহাস্তানগড় কি জন্য বিখ্যাত?
উত্তর: বাংলাদেশের প্রাচীন নগর পুন্ডবর্ধনের ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য।
২৮৩.খোদার পাতর ভিটা কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়ে।
২৮৪.বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড়।
২৮৫.পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ জেলায়।
২৮৬.পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
উত্তর: সোমপুর বিহার।২৮৭.সোমপুর বিহারে ক’টি কামরা আছে?
উত্তর: ১৭৭টি।
২৮৮.লালমাই-ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লায়।
২৮৯.মালবন বিহার কোথায় অবস্থিত? উত্তর: কুমিল্লার ময়নামতিতে।
২৯০.আনন্দ বিহার কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লার লালমাই পাহড়।
২৯১.কুমিল্লা রকোটবাড়িতে অবস্থিত বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অধ্যক্ষ আখতার হামিদ (১৯৫৯ সােিল)।
২৯২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?
উত্তর: সীতাকোট বিহার।
২৯৩. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উত্তর: দিনাজপুরে।
২৯৪.সোনারগাঁও কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে।
২৯৫.. কার নামানুসারে সোনারগাঁ নামকরণ করা হয়েছে?
উত্তর: বাংলাদেশের স্বাধীন মাসক ঈসা খাঁর স্ত্রী ােনা বিবির নামে।
২৯৬.সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: মহাস্থানগড়।
২৯৭.বাংলাদেশর একমাত্র লোকশিল্পের যাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর: সেনারগাঁয়ে।২৯৮.বাংলাদেশে বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তর: ঢাকার আগারগাঁয়ে।
২৯৯.বাংলাদেেেশর ডাক যদুঘর কোথায় আছে এবং কয়টি ?
উত্তর: ১টি (জিপিও)
৩০০.. ডাকা বিম্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর: স্যার এএফ রহমান।
Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Latest