মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
২২১.জাতীয় সংসদ ভবনটি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে?
উত্তর: ১২৯ কোটি টাকা।
২২২.বাংলাদেশের কোথায় কোথায় আবহাওয়া অফিস আছে?
উত্তর: ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও কারিয়াকৈর।
২২৪..ভারতের গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন কে?
উত্তর: সুলতান মাহমুদ।
২২৫.সিলেটে হযরত শাহজালাল, খুলনা ও যশোহরে খান জাহান আলী কার আমলে ইসলাম প্রচার করেন?
উত্তর: সুলতানী আমলে।
২২৬.পানি পথের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫২৬ সালে।
২২৭.পানি পথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫৫৬ সালে
২২২৮..পানি পথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কবে?
উত্ত্র: ১৭৭১ সালে।
২২৯.গ্রান্ড ট্রাঙ্ক রোডটি নির্মাণ করেন কে?
উত্তর: শেরশাহ।
২৩০.কবে শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়?
উত্তর: ১৯৫৬ সালে।
২৩১.তাজমহলের নির্মাতা কে?
উত্তর: সম্রাট শাহজাহান।
২৩২২.আগ্রার জামে মসজিদের নির্মাতা কে?
উত্তর: সম্রাট শাহজাহান।
২৩৩.লালবাগের শাহী মসজিদের নির্মাতা কে?
উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, পরবর্তীতে নবাব শায়স্তা খান এর কাজ সমাধা করেন।
২৩৪.লালবাগ দুর্গটি কে নির্মাণ করেণ?
উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, পরবর্তীতে নবাব শায়েস্তা খান এর কাজ সমাধা করেন।
২৩৫.ঢাকার ছোট কাটরা, চকের মসজিদ, সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: নবাব শায়েস্তা খান।
২৩৬.পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন কবে?
উত্তর: ১৪৯৮ সালে।
২৩৭.বাংলার ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে  এসেছিল কারা?
উত্তর: পর্তুগীজরা।
২৩৮.দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: রর্ড ক্লাইভ।
২৩৯.ছিয়াত্তরের মন্বন্তর কি?
উত্তর: বাংলা ও বিহারে ১৭৬ বাংলা সালে সংঘটিত মহাদুর্ভিক্ষ।
২৪০.ছিয়াত্তরে মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সনে?
উত্তর: ১৭৭০ সালে।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post