মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
২৪১.চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তিত হয় কবে?
উত্তর: ১৭৯৩ সালে।
হিন্দু ধর্মের সতীদাহ প্রথার বিলোপ করেন কে?
উত্তর:লর্ড বেন্টিঙ্ক।
২৪৩.এ উপমাহদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয় কবে?
উত্তর: ১৮৫৩ সালে।
২৪৪.সিপাহী বিগ্রোহ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৮৫৭ সালে।
২৪৫. ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে সূচনা প্রথম কোথায় হয়?
উত্তর: বঙ্গদেশের ব্যারাকপুরে।
২৪৬.বাংলায় নীল বিদ্রোহ সংগটিত হয় কবে?
উত্তর: ১৮৬০ খ্রিস্টাব্দে।
২৪৭.ভারত উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে?
উত্তর: লর্ড ক্যানিং।
২৪৮. ফরায়েজি আনেআলনের নেতৃত্ব দেন কে? উত্তর: হাজী মরীয়তুল্লাহ।

২৪৯...নীল বিদ্রোহ কি?
উত্তর: নীল চাষীদের সংগ্রাম।
২৫০.হাজী মরীয়তুল্লাহর মৃত্যুর পর কে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন?
উত্তর: দুদু মিয়া।
২৫১.বঙ্গভঙ্গ রেন কে?
উত্তর: লর্ড কার্জন।
২৫২.তীব্র আন্দোলনের ফলে বঙ্গভঙ্গ রোদ হয় কবে?
উত্তর: ১৯১১ সালে।
২৫৩.বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করা হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে।
২৫৪.খেলাফত আন্দোলন শুরু হয় কবে?
উত্তর: ১৯০২ সালে।
২৫৫.ঐতিহাসিক লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪০ সালে।
২৫৬.লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে, কখন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক, ১৯৪০ সালে।
২৫৭.মহান ভাষা আন্দোলনের চরম দিনক্ষণ কোনটি?
উত্তর: ১৯৫২ সালেরর ২১ ফেব্রুয়ারি।
২৫৮.ছয় দফা কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান র্কৃক ১৯৬৬ সালের ১৩ ফেব্রƒয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও অথনৈতিক দাবি সম্বলিত ৬ দাফা কর্মসূচি ঘোষণা করেন।

২৫৯.আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা কখন পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে।
২৬০.তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
উত্তর: ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যূ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়রকৃত দেশদ্রোহিতার মামলা।
Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post