মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
২০৩.জেলার প্রশাসনিক প্রধান কে?
উত্তর: ডেপুটি কম্শিনার ।
২০৪.বাংলাদেশ কোন ভৌগোলিক রেখায় অবস্তিত?
উত্তর: ২৯ ০ ৩৪’ ও ২৬ ০ ৩৮’
২০৫.বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১,৪৭.৫৭০ বর্গ কিমি।
২০৬.বাংলাদেশর সীমা কি?
উত্তর: বাংলাদেশের উত্তরে জলপাইগুড়ি ও আসাম, পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য, পম্চিমে পম্চিম বঙ্গ ও বিহার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
২০৭.বাংলাদেশের মোট সীমা কত?
উত্তর: ৫,১৩৮ কিলোমিটার বা ৩,১৯২ মাইল।
২০৮.বাংলাদেশর জলভাগের সীমা কত?
উত্তর: ৭১১ কিমি বা ৪৪০ মাইল।
২০৯.বাংলাদেশে স্থল সীমা কত?
উত্তর: ৪,৪২৭ কিমি বা ২,৭৫০ মাইল।
২১০.বাংলাদেশের জাতীয় মাছের নাম কি?
উত্তর: ইলিশ।
২১১.বাংলাদেশের জাতীয় পশুর নাম কি?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
২১২.বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
উত্তর: আম গাছ(১৫ নভেম্বর ২০১০)
২২৩.বাংলাদেশের জাতীয় বনের নাম কি?
উত্তর: সুন্দরবন।
২১৪.বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি?
উত্তর: ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর।
২১৫.বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি?
উতত্র: বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা।
২১৬.বাংলাদেশের জাতীয় ঈদগাহ কোথায়?
উত্ততর: ঢাকায়, হাইকোর্ট প্রাঙ্গন সংলগ্ন।
২১৭.বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২১৮.বাংলাদেশের জাতীয় যাদুঘর কোনটি/
উত্তর: ঢাকয় শাহবাগ জাতীয় যাদুঘর।
২১৯.ঢাকা জাতীয় চিড়িয়াখানা কোনটি?
উত্তর: মিরপুর চিড়িয়াখানা।
২২০. বাংলাদেশের জাতীয় বিমান বন্দর কোনটি?
উত্তর: হযরত মাহজালাল (রা) আন্তর্জাতিক বিমান বন্দর।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
২২১.জাতীয় সংসদ ভবনটি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে?
উত্তর: ১২৯ কোটি টাকা।
২২২.বাংলাদেশের কোথায় কোথায় আবহাওয়া অফিস আছে?
উত্তর: ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও কারিয়াকৈর।
২২৪..ভারতের গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেন কে?
উত্তর: সুলতান মাহমুদ।
২২৫.সিলেটে হযরত শাহজালাল, খুলনা ও যশোহরে খান জাহান আলী কার আমলে ইসলাম প্রচার করেন?
উত্তর: সুলতানী আমলে।
২২৬.পানি পথের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫২৬ সালে।
২২৭.পানি পথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫৫৬ সালে
২২২৮..পানি পথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কবে?
উত্ত্র: ১৭৭১ সালে।
২২৯.গ্রান্ড ট্রাঙ্ক রোডটি নির্মাণ করেন কে?
উত্তর: শেরশাহ।
২৩০.কবে শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়?
উত্তর: ১৯৫৬ সালে।
২৩১.তাজমহলের নির্মাতা কে?
উত্তর: সম্রাট শাহজাহান।
২৩২২.আগ্রার জামে মসজিদের নির্মাতা কে?
উত্তর: সম্রাট শাহজাহান।
২৩৩.লালবাগের শাহী মসজিদের নির্মাতা কে?
উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, পরবর্তীতে নবাব শায়স্তা খান এর কাজ সমাধা করেন।
২৩৪.লালবাগ দুর্গটি কে নির্মাণ করেণ?
উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, পরবর্তীতে নবাব শায়েস্তা খান এর কাজ সমাধা করেন।
২৩৫.ঢাকার ছোট কাটরা, চকের মসজিদ, সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: নবাব শায়েস্তা খান।
২৩৬.পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন কবে?
উত্তর: ১৪৯৮ সালে।
২৩৭.বাংলার ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে  এসেছিল কারা?
উত্তর: পর্তুগীজরা।
২৩৮.দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: রর্ড ক্লাইভ।
২৩৯.ছিয়াত্তরের মন্বন্তর কি?
উত্তর: বাংলা ও বিহারে ১৭৬ বাংলা সালে সংঘটিত মহাদুর্ভিক্ষ।
২৪০.ছিয়াত্তরে মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সনে?
উত্তর: ১৭৭০ সালে।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide )

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide )

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
Defense Guide
১৮১.ডিশ এন্টেনা কি?
উত্তর: উপগ্রহের মাধ্যমে প্রেরিত শব্দ ও ছবি গ্রহণ করে টেলিভিশনের গ্রাহক যন্ত্রে প্রেরণ কারী উচ্চ শক্তিসম্পন্ন মাধ্যম।
আকৃতি ডিশের মত বলে এ ধরনের নামকরণ।
১৮২.বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা কয়টি?
উত্তর: ১২টি।
১৮৩.সিলেটে কোন কোন উপজাতি বাস করে?
উত্তর: মনিপুরী ও খাসিয়া
১৮৪. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার আগারগাঁয়ে।
১৮৫.শিল্পাচার্য জয়নুল আবেদিন যাদুঘর কোথায় অবস্থিত?
উতত্র: সোনারগাঁয়ে ।
১৮৬. একমাত্র প্রাণী জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার মিরপুর চিড়িয়াখানায়।
১৮৭. বিশ্ব ধুমপান বর্জন দিবস কবে?
উত্তর: ৩১ মে।
১৮৮.বিশ্ব রেডক্রস দিবস কবে?
উতত্র: ৮ মে।
১৮৯.আন্তর্জাতিক শিশু দিবস কবে?
উত্তর: ১৪ নভেম্বর।
১৯০. ?
১৯১.প্রথম কাগজ আবিষ্কৃত হয় কোথায়?
উত্তর: চীনে।
১৯২.বাংলাদেশে সবেেচয় বড় সড়ক সেতু কোনটি?
উত্তর: বঙ্গবন্ধু যমুনা সেতু।
উত্তর: বঙ্গবন্ধু যমুনা সেতু।
১৯৩.বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দরের সংখ্যা কয়টি?
উত্তর: ৩টি।
১৯৪.বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে?
উত্তর: কানিজ ফাতেমা রোখসানা।
১৯৫.বাংলাদেশের বৃহত্তম চিনিকল কোনটি
উত্তর : কেরু এন্ড কোং, দর্শনা (কুষ্টিয়া)।
১৯৬.বাংলাদেশের বৃহত্তম থানা (জনসংখ্যায় ) কোনটি?
উত্তর: বেগমগঞ্জ(নোয়াখালী)।
১৯৭.বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার কোনটি?
উত্তর: কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, ডাকা।
১৯৮.প্রতিবন্ধীদের জন্য যে আর্ন্জাতিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তার নাম কি?
উত্র: প্যারা অলিম্পিক।
১৯৯.বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।
২০০. বাংলাদেশের বৃহত্তম থানা (আয়তনে) কোনটি?
উত্তর: চাটখিল, নোয়াকালী।
Best regards,


Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
১৬১.অপারেশন ক্লোজডোর কি?
উত্তর: ১৬ অক্টোবর ২০০২ থেকে ৯ জানুয়ারি ২০০৩ পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী ও অপারাধীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর কর্তৃক পরিচালিত অভিযান।
১৬২.অপারেমন নবযাত্রা কি?
উত্তর: ২০০৭ সালে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি।
১৬৩.অপারেশন চ্যানেল রেইডার্স ও অপারেশন বে-স্ট্রিপ কি?
উত্তর: বাংলাদেশ নৌবাহিনী কর্তক পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযান।
১৬৪.অপারেশন ডালভাত কি?
উত্তর: নিত্য প্রয়োজনীয় দ্রব্যসাগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিডিআর কর্তৃক নিদিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার অভিযান।
১৬৫. অপারেশন স্পাইডার ওয়েব কি?
উত্তর: চোরাচালান দমনে বাংলাদশে কোস্টগার্ড কর্তৃক পরিচজালিত অভিযান।
http://joinbddefense.blogspot.com/

১৬৬. ২৯ মে ২০০৬ বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজিত নতুন দুটি জাহাজের নাম কি?
উত্তর: সিজিএস শেটগাং এবং সিজিএস পোর্টে গ্রান্ডে
১৬৭.. বাংলাদেশের প্রথম অনির্মমজ্জমান যাত্রীবাহী নৌযানের নাম কি?
উত্তর: মেঘনা রানী।
১৬৮.?
১৬৯. মেসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওবি)কি?
উত্তর: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্যাটেলাইট নিয়ন্ত্রিত সর্বাধিক ওজনের বোমা। এর ওজন ২১ হাজার ৫০০ পাউন্ড( হাজার ৭৫২ কেজি)।।
১৭০.এক্স ৪৩ কি?
উত্তর: নাসা উদ্ভাসিত দ্রুত গতিসম্পন্ন বিমান।
১৭১. ইরাক যুদ্ধে ইঙ্গ-মার্কিন বাহিনী কি কি বিমান ব্যবহার করে?
উত্তর: বি-৫২, বি-১ ও ডেল্টা উইং স্টিলথ বি-২
http://joinbddefense.blogspot.com/

১৭২.যুক্তরাষ্ট্র কর্তৃক উপসাগরে মাইন অপসারণে নিয়োজিত ডলফিন বাহিনীর নাম কি?
উত্তর: মেরিন ম্যামাল।
১৭৩.প্রিডেটর কোন দেশের মনুষ্যবিহীন জঙ্গিবিমান?
উত্তর: যুক্তরাষ্ট্য।
১৭৪.ইরাক যুদ্ধে উপসাগরে মোতায়েনকৃত ব্রিটিশ হাসপাতাল জাহাজটির নাম কি?
উত্তর: আরগুস।
১৭৫.বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কেভ?
উত্তর: ১৯৭৫ সালে 
১৭৬.ফ্যাস্কিন কি?
উত্তর: একটি স্ট্যাম্পিং যন্ত্র। এটি ব্যবহারের ফলে আলাদা টিকিট লাগাতে হয় না।
১৭৭. আন্তর্জাতিক টেলিযোগাযোগের মা্ধ্যম কি?
উত্তর: ভূউপগ্রহ।
১৭৮.টেলেক্স কি?
উত্তর: এক প্রকার বিশেষ টেলিফোন ব্যবস্তা যাতে বার্তা টাইপ হয়ে বের হয়। এ যন্ত্রে বার্তার কথাগুলো টেলিপ্রিন্টারের সাহয়্যে টাইপ হয়।
১৭৯.ফ্যাক্স(এটস) কি?
উত্তর: দূরে সংবাদ বা বার্তা পাঁঠানোর সঙ্গে দৃশ্য বা ছবি পাঠানোর যন্ত্র।
১৮০. ডিজিটাল টেলিফোনে ব্যবহারজনিত ক্ষয় হয় না কেন?
উত্তর: এতে চলমান যন্ত্রপাতি না থাকার কারণে।
Best regards,


Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/

১৪১.কমান্ডো সেলো কি?
উত্তর: যুদ্ধোত্তরইরাকে প্রথমবারের মতো মার্কিন সি-১৩০ একটি পরিবহন বিমান থেকে পরিচালিত রেডিও সম্প্রচার কেন্দ্র।
১৪২. ডাইভ বোম্বার কি?
উত্তর: যে বিমান ডাইভ দিয়ে লক্ষ্যবস্তুর খুব কাছে গিয়ে বোমা নিক্ষেপ করে এবং খুব তাড়াতড়ি উড়ে যায় তাকে ডাইভ বোম্বার বলে।
১৪৩.পারমাণবিক বোমা কি?
উত্তর: ফিউসন পদ্ধতির উপর ভিত্তি করে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম দিয়ে তৈরি এক ধরনের বোমা যা হতে মুহূর্তে প্রচন্ড শক্তি নির্গত হয়। এতে নিউট্রন দিয়ে তেজক্রিয় পদার্থে নিউক্লিয়াসের উপার আবর্তন করা হয়।
১৪৪.ফ্লোটিলা কি?
উত্তর: একটি কমান্ডের কিছু জাহাজ।
১৪৫. গানবোট কি?
উত্তর: ভারী কামান বহনকারী ছোট যুদ্ধযান। যেখানে বড় জাহাজ যেতে পারে না সেখানে এই জাহাজ ব্যবহার করা হয়।
১৪৬..ব্ল্যাক (গান) পাউডার কি?
উত্তর: বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্যণে হয়। এই মিশ্যণ বিস্ফোরণের সময় প্রধানত কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন ও কিছু কার্বন-মনোক্সাইড উৎপন্ন করে। এই বিস্ফোরণকে গান পাউডার বলে।
১৪৭.সি-ব্যাট কি?
উত্তর: বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
১৪৮.কো-সাউথ-৯৮ কি?
উত্তর: বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
১৪৯. মিসাইল ডিফেন্স শিল্ড কি?
উত্দর: যুক্তরাষ্ট্রের নির্মিত সর্বাধিুনক লেসার ও রকেট ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছোড়া যে কোনো আন্তঃমহাদেশীয় ব্যাল্টিক মিসাইলেকে (আইসিবিএম ) মাঝপথে অর্থাৎ আকাশেই ধ্বংস করতে সক্ষম।
১৫০.বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়?
উত্তর: ১টি(যুক্তরাস্ট্র)।
১৫১.বাংলাদেশ মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় করে কোন দেশ থেকে?
উত্তর: রাশিয়া।
১৫২.মিগ-২৯ বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় কবে?
উত্তর: ২৩ মার্চ, ২০০০।
১৫৩.ISSB কি?
উত্তর: সামরিক বাহিনীতে বাছাই ও নিয়োগ।
১৫৪.বাংলাদেশে মহিলা পুলিশ কবে থেকে চালু হয়?
উত্তর: ১৯৭৬ সাল থেকে।
১৫৫.ডগ স্কোয়াডের কুকুর কবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ১৯৯৮ সালের ১৯ নভেম্বর জার্মান এবং লন্ডন থেকে দুর্ধর্ষ প্রজাতরি শেফার্ড এবং লেব্রায়াড জাতের কুকুরগুলো আনা হয়।
১৫৬. সরকার পুলিশ বাহিনীর সদস্যদের উপর নজরদারি করার লক্ষ্যে নতুন কোন গোয়েন্দা ইউনিট গঠন করেছে?
উত্তর: কাউন্টার ইন্টেলিজেন্স  ইউনিট
১৫৬৭.বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করে কোন মন্ত্রণালয়?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৫৮. অপারেশন উত্তরণ কোথায় চলছে?
উত্তর: পার্বত্য চট্টগ্রামে (বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত)।
১৫৯. অপারেশন রেবলে হান্ট কি?
উত্তর: ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাযঞ্জে জড়িদের গ্রেফতারে পরিচালিত অবিযান।
১৬০.অপারেশন জাকপট কি?
উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী নৌ শক্তিকে ধ্বংস করার জণ্য পরিচালিত অভিযান।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

১২১.বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর: এডমিরাল অব দি ফ্লিট
১২২.সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের বিমানবাহিনীর পদকে কি বেল?
উত্তর: এয়ার মার্শাল
১২৩.বর্তমানে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধানের পদবী কি?
উত্তর: জেনারেল।
১২৪.বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবী কি?
উত্তর: ভাইস এডমিরাল।
১২৬.সোর্ড অব অনার পুরস্কারে ভূষিত বাংলাদেশী প্রথম নারীর  নাম কি?
উত্তর: মারজিয়া ইসলাম (২৭ ডিসেম্বর , ২০০৪)।
১২৭.বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ প্যারেড কমান্ডারের নাম কি?
উত্তর: এলিজা শারমিন।
১২৮.বাংলাদেশ সেনাবাহিনীর (১২ ফেব্রুয়ারি ২০১৩) প্রথম নারী ছত্র্রীসেনা (প্যারাট্রুপার) কে?
উত্তর: ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
১২৯.বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০ যুক্ত হয় কবে?
উত্তর: ১৩ ডিসেম্বর ২০১২।
১৩০.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে দেশে আনা হয়?
উত্তর: ১০ ডিসেম্বর ২০০৭।
১৩১.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
উত্তর: মিরপুর শহীদ বুদ্দিজীবি কবরস্থানে(১১ ডিসেম্বর ২০০৭)
১৩২.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ২৪ জুন, ২০০৬ সালে।
১৩৩.কত বৎসর পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয়?.
উত্তরধ দীর্ঘ ৩৫ বছর পার।
১৩৪.দেশের একমাত্র পুলিশ জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে।
১৩৫.পুলিশ যাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৯৫ সালে।
১৩৬. টাস্কফোর্স কি? 
উত্তর: সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিথ দল।
১৩৭.ব্লাক আউট  কি?
উত্তর: বিমান আক্রমণ হতে রক্ষা করার জন্য সকল আলো নিভিয়ে সর্তকতামূলক সঙ্কেত প্রদানের নামই ব্লাক আউট।
১৩৮. কনভয় কাকে বলে?
উত্তর: স্থলপথে একসাথে সমারিক বাহিনীর সারিবদ্ধ গাড়ি যখন বিশেষ উদ্দেশ্যে রওয়ানা হয় তখন তাকে কনভয় বলে। প্রতিটি কনভয়ে একজন কমান্ডার ও একজন সহকারী কমান্ডার থাকে।
১৩৯. প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কি বেল?
উত্তর: বেল আউট।
১৪০.ম্যাস্কেট কি?
উত্তর: ম্যাস্টে হচ্ছে পদাতিক বাহিনীর ব্যবহার উপযোগী এক রকমের ছোট আগ্নেয়াস্ত্র।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
১০১. বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি) জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করেন?
উত্তর: স্বাধীনতা পুরস্কার ২০০৮ (২৫ মার্চ)
১০২.র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জাতীয়পর্যায়ে কোন পুরস্কার লাব করেন?
উত্তর: সআধীনতা পুরস্কার ২০০৭ (২৩ মার্চ)
১০৩. বাংলাদেশ পুলিশ জাতীয় পর্যায়ে কোন র্পুকার লাব করেন?
উত্তর: স্বাধীনতা পুরস্কার ২০১১(২৬ মার্চ)
১০৪.বাংলাদেশে কোন দিনে জাতীয় সংহতি দিবস পালন করা হয়?
উত্তর: ৭ নভেম্বর।
১০৫.বাংলাদেশে প্রতি বছর কোন দিন সশস্ত্র বাহিন দিবস পালন করা হয়?
উত্তর: ২১ নভেম্বর
১০৬. বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শানিতরক্ষী মিশনে কাজ করে আসছে?
উত্তর: ১৯৮৮ সাল।
১০৭ বাংলাদেশ প্রথম কোন মিশনে কাজ করে?
উত্তর:        
১০৮.বাংলাদেশ এ পর্যন্ত জাতিসংঘের কতটি শান্তি মিশনে অংশগ্রহণ করেছে?
উত্তর: ৪৫ টি ।
১০৯.বর্তমানে জাতিসংঘের কতটি শানিত মিশনে বাংলাদেশের সৈন্য রয়েছে?
উত্তর: ১২ টি দেে ১৩ মিশনে।
১১০.বাংলাদেশর কতজন মহিলা পুলিম সর্বপ্রথম জাতিসংঘ মান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে?
উত্তর: ৫ জন।
১১১. কোন বাংলাদেশী নারী জাতিসংঘ মান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নেতৃত্ব দেন?
উত্তর: এস.পি. মিলি বিম্বাস।
১১২.বাংলাদেশের প্রথম মহিলা সোর্ড অব অনার লাভকারী কে?
উত্তর: মারজিয়া ইসলাম  নৌবাহিনী)।
১১৩.শিখা অনিবার্ণ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা সেনানিবাস।
১১৪. সেনরা কল্যাণ ভবন কোথায় অবস্থি?
উত্তর: মতিঝিল।
১১৫. সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কবে?
উত্তর: ২০০০ সালে।
১১৬.বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মত কতজন মহিল সেকেন্ড লেপটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করে?
উত্তর: ২০ জন।
১১৭.বিমানবাহিনীতে কবে প্রথম ৮ জন মহিলা অফিসার কমিশন লাভ করে?
উত্তর: ২০০০ সালে।
১১৮.সেনাবাহিণর জেনারেল পদের সমপর্যায়ের নৌাহিলনীর পদকে কি বলে?
উত্তর: এডমিরাল।
১১৯.বাংাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর: ফিল্ড মার্শাল।
১২০.বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর: মার্শাল অব দি এয়ার ফোর্স।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি (Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি (Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
৮১. ১ মার্চ ২০১৪ বাংলাদেশ নৌবাহিনীতে উদ্ধেধনকৃত যুদ্ধজাহাজের নাম কি?
উত্তর: আলী হায়দার ও আবু বকর।
৮২. বাংলাদেশর নেভাল একাডেমী কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামের পতেঙ্গায়।
৮৩.বাংলাদেশের নেভাল একাডেমী প্রতিষ্টা লাভ করে কবে?
উত্তর: ১৯৭৬ সালে।
৮৪.বাংলাদেশে মেরিন একডেমী কয়টি ও কোথায়?
উত্তর: ১টি। চট্টগ্রামের জলদিয়াতে।
http://joinbddefense.blogspot.com/

৮৫.বাংলাদেশে মেরিন একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬২ সালে
৮৬.বর্ডার গার্ড বাংলাদেশ  এর সদর দপ্তর কোথায়?
উত্তর: পিলখানা, ঢাকা।
৮৭.বর্ডার গার্ড বাংলাদেশ কবে যাত্রা শুরু করে?
উত্তর: ২৩ জানুয়ারি ২০১১
৮৮.বর্ডার গার্ড বাংলাদেশকে জাতীয় পতাকা প্রদান করা হয় কত সালে?
উত্তর: ৩ মার্চ ১৯৮০।
৮৯.মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর কতজন সদস্যকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ২ জন ( বীরশেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ।
৯০.বর্ডার গার্ড বাংলাদেশের প্রতীক কী?
উত্তর: বিশেষ বিজমেন্টে আবদ্ধ ক্রস রাইফেলের ওপর শাপলা।
৯১.বর্ডার গার্ড বাংলাদেশ এর শ্লোগান কি?
উত্তর: সীমান্তে অতন্দ্র প্রহরী
৯২.বর্ডার গার্ড বাংলাদেশ দিবস কবে প্রথম পালিত হয়?
উত্তর: ২০ ডিসেম্বর ২০১১ সালে
৯৩. র‌্যাব কবে আনুষ্ঠানিক যাত্রা মুরু করে?
উত্তর: ২৬ মার্চ ২০০৪ সালে।
৯৪.র‌্যাব এর স্লোগান কি?
উত্তর: বাংলাদেশ আমার অহংকার।
৯৫.র‌্যাব কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে?
উত্তর: ২০০৬ সালে
৯৬.আনসার ও ভিডিপির সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: খিলগাঁও, ঢাকা।
৯৭.আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: সফিপুর, গাজীপুর।
৯৮.বাংলাদেশ আনসার একাডেমী কোথায় অবস্তিত?
উত্তর: গাজীপুরের সফিপুরে।
৯৯.বাংলাদেশ আনসার ভিডিপির স্লোগান কি?
উত্তর: শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপপত্তায় সর্বত্র আমরা।
১০০. বাংরাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করেন?
উত্তর: স্বাধীনতা পুরস্কার ২০০৭ ৯ ২৫ মার্চ)
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

৬১. বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেয়া হয় কবে?
উত্তর: ১২ জানুয়ারী ২০০০।
৬২. বাংলাদেশ নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
উত্তর: ২১ এপ্রিল ১৯৭৬।
৬৩. নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
৬৪. বাংলাদেশ নৌবাহিনীর শাখা কতটি ও কি কি?
উত্তর: ৬টি। নির্বাহী, ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই, ইলেকট্রিক্যাল, শিক্ষা ও মেডিক্যাল শাখা।
৬৫. নৌ পরিক্রমা প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৮৪।
৬৬. বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি?
http://joinbddefense.blogspot.com/

উত্তর: কাছিবেষ্টিত নোঙর ও তার উপর শাপলা।
৬৭. বাংলাদেশ নৌ বাহিনীর শ্লোগান কি?
উত্তর: শান্তিতে, সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
৬৮.বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিনড অফিারের প্রথম পদবি কি?
উত্তর: এ্যাকটিং সাব লেফটেন্যান্ট।
৬৯. বাংলাদেশ নৌবাহিীর প্রথম রণতরীর নাম কি?
উত্তর: বিএনএস পদ্মা।
http://joinbddefense.blogspot.com/

৭০।বাংলাদেশ নৌ বাহিনীর ফ্রিগেটসমূহের নাম কি?
উত্তর: বিএনএস আবু বকর, বিএনএস ওমর ফারুক, বিএনএস আলী হায়দার, বিএনএস ওসমান, বিএনএস খালিদ বিন ওয়ালিদ(বিএনএস বঙ্গবন্ধু)
৭১.বাংলাাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কি?
উত্তর: বিএনএস ‘খালিদ-বিন-ওয়ালিদ’ (বিএনএস বঙ্গবন্ধু)।
৭২.বিএনএস ‘খালিদ-বিন-ওয়ালিদ’ ফ্রিগেটটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর: দৈর্ঘ্য ১০৩.৫ মিটার, প্রস্থ ১২.২ মিটার।
৭৩.এিনএস খালিদ-বিন-ওয়ালিদ’ কে পুনঃকমিশনিং উদ্ধোধন করেন?
উত্তর: তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্ঠা ড. ফখরুদ্দিন আহমদ(১২ জুলাই, ২০০৭)
৭৪.বাংলাদেশ নৌবাহিনীতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত বিএনএস খালিদ-বিন-ওয়ালিদ’ ফ্রিগেট সংযোজিত হয় কবে? উত্তর: প্রথম কমিশন ১৬ জুন, ২০০১. পূনঃকমিশননিং ১২ জুলাই, ২০০৭।
৭৫.‘বিএনএস এস খালিদ-বিন-ওয়ালিদ এর ধারণ ক্ষমতা কত?
উত্তর: ২৩২০ টন।
৭৭.২৩ মার্চ ২০১৪ নিচেঁর কোন বাহিনীর নিজস্ব র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়?
উত্তর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৭৮.২০১৪ সালে সাত বীরশ্রেষ্ঠ স্মরণে ঢাকার বনানীতে উদ্ধোধনকৃত স্তম্ভের নাম কি?
উত্তর: বীরসপ্তক।
৭৯.মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর ‘কিলোফ্লাইট’-এর অসীম সাহসী বৈমানিকদের শ্রদ্দা জানাতে নির্মিত স্থাপনার নাম কী?
উত্তর: ঈগল টাওয়ার।
৮০.বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি?
উত্তর: বানৌজা সমুদ্র জয়।
Best regards,
http://joinbddefense.blogspot.com/

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( ডিফেন্স গাইড)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( ডিফেন্স গাইড)
প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
http://joinbddefense.blogspot.com/

৪১. বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় ?
উত্তর: যশোরে।
৪২.বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
৪৩. বাংলাদেশ বিমানবাহিনী কখন গঠিত হয়?
উত্তর: ২৮ সেপ্টেম্বর ১৯৭৩।
৪৫. বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠা কবে?
উত্র: ১০ জুন ১৯৭৭।
৪৬.প্রথম বাঙ্গালী মুসলিম বিমান সেনা কে?
উত্তর: স্কোয়াড্রন লিডার আফজুর রহমান।
৪৭. বাংলাদেশ বিমান বাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্রের নাম কি?
উত্তর: ঈগল ১৯৮৮ সাল থেকে প্রকাশিত।
৪৮.বিমান সেনা কি?
উত্তর: বাংলাদেশ বিমানবাহিনী ষান্মসিক পত্রিকা।
৪৯.বাংলাদেশ এয়ার ফোর্স জাদুঘরের প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৭ জুন ১৯৮৭।
৫০. বাংলাদেশ এয়ার ফোর্স জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা সেনানিবাস।
৫১.বাংলাদেশ বিমানবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ট কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান।
৫২.বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কি?
উত্তর: উড়ন্ত ঈগলের ওপর শাপলা এবং দুই পাশে দুটি করে মোট চারটি তারকা।
৫৩.বাংলাদেশ মিান বাহিনীর শ্লোগান কি?
উত্তর: বাংলার আকাশ রাকিব মুক্ত।
৫৪. বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কী?
উত্তর: পাইলট অফিসার।
৫৫.বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে?
উত্তর: শাহ মোহাম্মদ জিয়াউর রহমান।
৫৬.বাংলাদেশ নৌবহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।
৫৭.বাংলাদেশ নৌ বাহিনীর প্রথম ভাইস এডমিরাল কে?
উত্তর: সারওয়ার জাহান নিজাম।
৫৮. বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ৯ নভেম্বর ১৯৭১।
৫৯. বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনিটি?
উত্তর: বিএনএস ওসমান
৬০.বাংলাদেশ নৌবাহিনী কবে সি-৮০২  ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়?
উত্তর: ১২ মে ২০০৮।

http://joinbddefense.blogspot.com/

Best regards,
http://joinbddefense.blogspot.com/
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)
প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
http://joinbddefense.blogspot.com/

২১.বাংলাদেশের সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ সরকার কি কি পুরস্কার ঘোষণা করেছে?
উত্তর: সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য সরকার ৪টি পুরস্কার ঘোষণা করেছে। যথা-
ক. বীরশ্রেষ্ঠ-নগদ ১০,০০০ টাকা; খ. বীরউত্তম-নগদ ৫,০০০ টাকা; গ.বীরবিক্রম-নগদ ২,০০০ টাকা; ঘ.বীরপ্রতীক-গ্যালেন্ট সার্টিফিকেট।
২২. ২৮ নভেম্বর ২০১১ সালে দেশের ভবিষ্যতে যুদ্ধকালীন/অপারেশনাল কর্মকান্ডে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের জন্য কতটি পদক প্রবর্ত করা হয়?
উত্তর: ৪টি। ক. বীর সর্বোত্তম-এককালীন ৪ লাখ টাকা, মাসিক ভাতা ৫,০০০ টাকা; খ. বীর মৃত্যুঞ্জয়ী- এককালীন ৩ লাখ টাকা, মাসিক ভাতা ৪,০০০ গ. বীর চিরঞ্জীব- এককালীন ২ লাখ টাকা, মাসিক ভাতা ৩,০০০ ঘ. বীর দুর্জয়- এককালীন ১ লাখ টাকা, মাসিক ভাতা ১,০০০।
২৩ বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে?
উত্তর: ঢাকা, সাভার, মিরপুর(ঢাকা), রাজেন্দ্রপুর(গাজীপুর),বগুড়া, রাজশাহী, কাদিরাবাদ(নাটোর), শহীদ সালাহউদ্দিন (ঘাটাইল/টাঙ্গাইল), ময়মনসিংহ, কুমিল্লা, জালালাবাদ(সিলেট), চট্টগ্রাম, যশোর, জাহানাবাদ(খুলনা), রংপুর, সৈয়দপুর(নীলফামারী), খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
২৪. বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তর: ৩ জন। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল; বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানবীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
২৫.বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেয়া হয় কোথায়?
উত্তর: স্টাফ কলেজে।
২৬.বাংলাদেশ সামরিক জাদুঘর কয়টি এবং কোথায় অবস্থিত?
উত্তর: ১টি; বিজয় স্মরণী তেজগাঁও ঢাকা।
২৭.সশস্ত্রবাহিনী বিভাগের ইংরেজি নাম কি?
উত্তর অৎসবফ ঋড়ৎপবং উরারংরড়হ.         
২৮.বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি?
উত্তর : ৩টি । সেনা বার্তা, সেনা প্রবাহ, ও আর্মি জার্নাল
বাংলাদেশ স্থল বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফি$সারের প্রথম পদবী কি?
উত্তর: সেকেন্ড লেফটেন্টে।
৩০.বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর: বাংলঅদেশ ইউনিভার্সিটি অব প্রফেমনালস (BOU)
৩১.  এর পূর্ণ রূপ কি?
উত্তর: BOU বাংলঅদেশ ইউনিভার্সিটি অব প্রফেমনালস
৩২. বাংলঅদেশ জিডজেল প্লান্ট  লিিিমটেড কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়(নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী)।
৩৩.   কবে , কোথায় স্থাপিত হয়?
উত্তর: ১৯৬৭ সালে, গাজীপুর সেনানিবাস।
৩৪. সামরিক অস্ত্রশস্ত্র  ও সাজসরঞ্জাকম বিভাগকে কি বলা হয়?
উত্তর: অর্ডিন্যান্স।
৩৫. বাংলঅদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি  অবস্থান কোথায়?
উত্তর: রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর।
৩৮. বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ২৩ মার্চ ১৯৭৯।
৩৯. কম্পট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৪০. বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।

Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

১.বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তর: প্রেসিডেন্ট।
২.বাংলাদেশের সশস্ত্র বাহিনীসমূহের সুপ্রিম কমান্ডার কে?
উত্তর: প্রেসিডেন্ট।
৩.বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়?
উত্তর: কুর্মিটোলা, ঢাকা।
৪.বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।
৫. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি?
উত্তর: ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপরের কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।
৬.বালাদেশ সেনাবহিনীর শ্লোগান কি?
উত্তর: সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে।
৭.বাংলাদেশে মিলিটারী স্টাফ কলেজ কয়টি এবং কাথায় অবস্থিত?
উত্তর: ১টি। মিরপুর সেনানিবাস ঢাকায় অবস্থিত।
৮.বাংলাদেশের মিলিটারী একাডেমী কয়টি ও কোথায় ?
উত্তর: ১টি । এটি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত।
৯.বাংলাদেশের মিলিটারী একাডেমী (ইগঅ)  প্রতিষ্ঠা লাভ করে কবে?
উত্তর: ১১ জানুয়ারি ১৯৭৪ সালে।
১০.বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
১১. ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মেজর গণি।
১২.মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেয়া হয়?
উত্তর: ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে।
১৩.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি?
উত্তর: জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।
১৪.স্থলবাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে?
উত্তর: ১০০ জন।
১৫. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রডিয়ার কে?
উত্তর: সুরাইয়া বেগম।
১৬.‘সোর্ড অব অনার’ সম্মান প্রদান করা হয় কাকে?
উত্তর: সেনাবহিনীর ক্যাডেটদেরকে।
১৭. জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর: খুলনায়।
১৮. ময়নামতি সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা।
১৯.শহীদ সালাউদ্দিন সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর: ঘাটাইল, টাঙ্গাইল।
২০.বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেলের নাম কি?
উত্তর: জেনারেল এমএজি ওসমানী।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি পর্ব -01 (ডিফেন্স গাইড )

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি পর্ব -01 (ডিফেন্স গাইড )
সংক্ষিপ্ত প্রশ্নত্তর
১. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তর : প্রেসিডেন্ট।
২. বাংলাদেশের সশস্ত্র বাহিনীসমূহের সুপ্রিম কমান্ডার কে?
উত্তর : প্রেসিডেন্ট।
৩. বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায় ’
উত্তর : কুর্মিটোলা, ঢাকা।
৪. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়:
উত্তর : ঢাকায়।
http://joinbddefense.blogspot.com/search/label/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%20%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%20%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87

৫. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি?
উত্তর : ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপরের কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।
৬. বাংলাদেশের সেনাবাহিনীর শ্লোগান কি?
উত্তর : “সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে”।
৭. বাংলাদেশ স্থল বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কি?
উত্তর : সেকেন্ড লেফটেনেন্ট।
৮. বাংলাদেশে মিলিটারী স্টাফ কলেজ কয়টি এবং কোথায় অবস্থিত?
উত্তর : ১টি, মিরপুর সেনানিবাস ঢাকা।
৯. বাংলাদেশের মিলিটারী একাডেমী কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর : ১টি। এটি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত।
১০. বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেয়া হয় কোথায় ?
উত্তর ; স্টাফ কলেজে।
১১. বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি? উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
১২. ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তরর : মেজর আতাউল গনি ওসমানী।
১৩. মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেয়া হয়?
উত্তর : ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে।
১৪. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি?
উত্তর : জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।
১৫. স্থল বাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে?
উত্তর : ১০০ জন।
১৬. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর : সুরাইয়া বেগম।
১৭. ‘সোর্ড অব অনার’ সম্মান প্রধান করা হয় কাকে?
উত্তর : সেনাবাহিনীর ক্যাডেটদেরকে ।
১৮. জাহনাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত ? উত্তর : খুলনায়।
১৯. ময়নামতি সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।
২০. বাংলাদেশের সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেল নাম কি?
উত্তর : জেনারেল এ এম জি ওসমানী।
২১. বাংলাদেশের সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ সরকার কি কি পুরস্কার ঘোষণা করেছে?
উত্তর : সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য সরকার ৪টি পুরস্কার ঘোষণা করেছে। যথা- বীরশ্রেষ্ঠ-নগদ ১০,০০০ টাকা ২. বীরউত্তম-নগদ ৫,০০০ টাকা ৩. বীরবিক্রম-নগদ ২,০০০ টাকা  ৪. বীরপ্রতীক -গ্যালেন্ট সর্টিফিকেট।
২২. ২৮ নভেম্বর ২০১১ সালে দেশের ভবিষ্যতে যুদ্ধকালীন/অপারেশনাল কর্মকান্ডে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের জন্য কতটি পদক প্রবতর্ন করা হয়?
উত্তর : ৪টি। ১. বীর সর্বোত্তম-এককালীন ৪ লাখ টাকা, মাসিক ভাতা ৫,০০০ ২. বীর মৃত্যুঞ্জয়ী- এককালীণ ৩ লাখ টাকা, মাসিক ভাতা ৪.০০ ৩.বীর চিরঞ্জীব-এককালীন ২ লাখ টাকা, মাসিক ভাতা ৩,০০০ ৪. বীর দুর্জয়-এককালীন ১ লাখ টাকা, মাসিক ভাতা ১,০০০।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More