মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি


যোগ্যতা :
.বয়স : পত্রিকায় উল্লেখিত তারিখে অনুর্ধ্ব ৪০ বছর ( এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
.শারীরিক মান ( নূন্যতম )
. পুরুষ :
. উচ্চতা : .৬৩ মিটার ( ফুট ইঞ্চি)
. ওজন : ৫০.০০  কিলোগ্রাম (১১০ পাউন্ড)
উচ্চতা বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
. বুক : স্বাভাবিক .৭১ মিটার (২৮ ইঞ্চি); প্রসারণ .৭৬ মিটার (৩০ ইঞ্চি)
. মহিলা :
(). উচ্চতা : .৫৫ মিটার ( ফুট   ইঞ্চি)
() ওজন : ৪৬.০০  কিলেগ্রাম ( ১০০ পাউন্ড)
উচ্চতা বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
() বুক : স্বাভাবিক .৭১ মিটার ( ২৮ ইঞ্চি); প্রসারণ .৭৬ মিটার ( ৩০ ইঞ্চি)
. শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম) : এফসিপিএস/এমএস/এমডি/পিএইচডি/এফআরসিএস অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত
.নি¤œবর্ণিত ক্যাটাগরি সমূহের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবদেন করতে পারবেন
Sl
Category
Requred Qualification ( Recognized by BMOC)
Vecancy
1.
Speciallist in Internal Medicine
FCPS (Med) MRCP/MD (Internal Med)
30
2.
Cardlologist
FCPS (Med)/MRCP/FCPS (Cardiology)/MD(Cardiology)
08
3.
Paediatrician
FCPS/MD
07
4.
Neurosurgeon
FCPS/MS(Neusergery)
02
5.
General Surgeon
FCPS/MS
35
6.
Orthopaedic Surgeon
MS (Orthopaedic)+/_ FCPS
04
7.
Cardiac Surgeo
FCPS/FRCS  +  MS (Cardiac Surgery)
01
8.
Pathologist (Biochemistry &  Hestopathology)
FCPS?MD Biochemistry, Histopathology
2+2
9.
Psychiatrist
FCPS (psy)
03
10.
Ophthalmologist
FCPS/MS
09
11.
Snesthesiologist
FCPS
32
12.
Radiologist
FCPS
01
13.
Audiologist
PhD  with BSc/MSc i Audiology & Speech Language Pathology
01
. জাতীয়তা : জন্ম/ডেমিমাইল সূত্রে বাংলাদেশী
. বৈবাহিক অবস্থা : অবিবাহিত ( সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীগণ বিবাহিত/অবিবাহিত)
অযোগ্যতা:
. সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারী চাকুরী হতে অপসারিত/বরখাস্ত। 
. আই এস এস বি (ISSB) কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে।) আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত
আবেদনপত্র সংগ্রহ পদ্ধতি:
. বিজ্ঞাপনের প্রদত্ত নির্দিষ্ট তারিখ হতে www.joinbangladesharmy.mil.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোণায়  APPLY NOW তে-ক্লিক করে ৭৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY  করতে হবে। ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে তাৎক্ষণিকভাবে কল-আপ লেটার পাওয়া যাবে। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা সম্ভব না হলে আবেদনপত্র প্রাপ্তির জন্য শুধু সোনালী বাংকের যেকোনো শাখা হতে সেনাসদর, এজি শাখা, পিএ পরিদপ্তর, ঢাকা সেনানিবাস এর নামে এবং সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস, কর্পোরেট শাখার অনুকূলে প্রদানযোগ্য ১০০০/- (এক হাজার ) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংগ্রহ করতে হবে ( পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)
১০. উক্ত ব্যাংক ডাফ্ট/পে-অর্ডার নি¤œাক্ত আবেদনপত্র প্রাপ্তির স্থানে জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে
আবেদনপত্র প্রাপ্তির স্থান (অনলাইন আবেদন সম্ভব না হলে):
১১. স্টেশন সদর দপ্তর- ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, জাহানাবাদ(খুলনা), জালালাবাদ(সিলেট) রংপুর। এছাড়াও সদর দপ্তর রিক্রুটিং ইউনিট আজিমপুর (ঢাকা) এবং জেলা সশস্ত্র বাহিনী বোর্ড ঢাকা, ফরিদপুর, বগুড়া, যশোর, বরিশাল দিনাজপুর। 
১২। সদর দপ্তর রিক্রুটিং ইউনিট (আজিমপুর, ঢাকা) সদর দপ্তর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (১৬০, কাকরাইল, ঢাকা), জেলা সশস্ত্র বাহিনী বোর্ড (ডিএ্সবি) কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, সিলেট, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, দিনাজপুর, ফরিদপুর, জামালপুর, পাবনা, পটুয়াখালী, রংপুর, টাংগাইল, রাজশাহী পার্বত্য চট্টগ্রাম(রাজবাড়ী, রাঙ্গামাটি) এর অফিস সমূহ এবং সদর দপ্তর বিএনসিসি ( ৩২, ঈশা খাঁ এভিনিউ, সেক্টর-, উত্তরা মডেল টাউন, ঢাকা)  
কোনক্রমেই যেখান হতে আবেদনপত্র ক্রয় করা হবে সেখানে জমা করা যাবে না
১৩. আবেদনপত্র পূরণ জমাকরণ : নির্ধারিত আবেদনপত্র যথাযথবাবে পূরণ করত সরাসরি সেনাবাহিনী সদর দপ্তর এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডিমিনিস্ট্রেশন পরিদপ্তর (পিএ-), ঢাকা সেনানিবাস এর ঠিকানায় প্রেরণ করতে হবে অথবা সেনাসদর, প্রধান ভবনের প্রবেশ গেইটে রক্ষিত বাক্সে অথবা সেনাসদর, প্রশাসনিক শাখার (সিআর সেকশন) নির্ধারিত তারিখের মধ্যে জমা করতে হবে। 
১৪. আবেদনপত্র পূরণের নিয়মাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট অথবা আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সাধারণ নির্দেশিকা পড়ন। 
১৫. মৌখিক পরীক্ষা আগামী ২৭ মার্চ ২০১৪ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। বিষয়ে ( অনলাইন পদ্ধতি ব্যতিত ) যোগ্য প্রার্থীদের পত্র মারফত কল আপ লেটার এর মাধ্যমে অবহিত করা হবে। কেউ কল আপ লেটার না পেলে ০২ কপি ছবিসহ পত্রিকায় উল্লেখিত তারিখে পরীক্ষা কেন্দ্রে সকাল ০৮০০ ঘটিকায় উপস্থিত হয়ে ডুপ্লিকেট কল আপ লেটার সংগ্রহ করতে পারবে। 
১৬. আইএসএসবি অংমগ্রহণ প্রয়োজন নাই
১৭.  অন্যান্য সুযোগ-সুবিধা:
. সন্তানদের অধ্যয়ন। 
নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনেলজি,  বাংলাদেশ ইউনিভসির্টি অব প্রফেশনাল এবং সেনাবাহিনীর তত্তাববধানে পরিচালিত স্কুল কলেজ অধ্যয়নের সুযোগ
. বাসস্থান চিকিৎসা  
নিরাপদ মনোরম পরিবশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি এবং দেশ-বিদেশে উন্নতমানের চিকিৎসা লাভের সুযোগ। 
. এএইচএস এবং ডিওএইচএস- প্লট/ফ্ল্যাট। 
নির্ধারিত শর্ত সাপেক্ষে ঢাকা অন্যান্য স্থানে এএইচএস এবং ডিওএইচএস- প্লট/ফ্ল্যাট  প্রাপ্তির সুবিধা
. জাতিসংঘ মিশন। 
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদশে ভ্রমণ আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ
 . বিদেশে প্রশিক্ষণ
 প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ। 
. বৈদেশিক নিয়োগ। বাংলাদেশ দূতাবাস সমূহে সমারিক/ সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। 
. উচ্চতর ডিগ্রি। ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে ¯œাতকোত্তর পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ। 
. থোক মঞ্জুরী টাকা ৫৯,১৫০/- (কমিশন প্রাপ্তির পর টাকা ২৯,৫৭৫/- এবং কমিশন নিয়মিতকরণের পর টাকা ২৯,৫৭৫/- পাবেন
. মেজর পদে কমিশনের তারিখ ০৪ (চার) বৎসরের পম্চাৎ প্রবীণতাকে বিবেচনায় রেখে পরবর্তী পদ সমূহের পদোন্নতির হিসাব গণনা করা। 
. সন্তোষজনক চাকুরির ভিত্তিতে ০১(এক) বৎসর পর প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ প্রদান। 


পরিচালক 
পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর
এ্যাডজুটেন্ট জেনারেল শাখা 
সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস


অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ টেলিটকে এসএমএস অথবা  Visa   Master Card  অথবা  Trust Bank Mobile Money  এর মাধ্যমে আবেদন ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন। ফরম ক্রয় করে আবেদনকারী প্রার্থীগণ ওএমআর নম্বর সংরক্ষন করবে। বিশেষ তথ্যের জন্য যোগাযোগ করুন: কমিশন তথ্য সেল। সাসরিক এক্সচেঞ্চ  ০২-৮৭১১১১১  বর্ধিত ২৪৮২  অথবা  ০২-৯৮৩২৪৯৬  (সরাসরি) সেনাবাহিনীর ওয়োবসাইট www.joinbangladesharmy.mil.bd      

Related Posts
Previous
« Prev Post