মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( ডিফেন্স গাইড)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
http://joinbddefense.blogspot.com/

৪১. বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় ?
উত্তর: যশোরে।
৪২.বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
৪৩. বাংলাদেশ বিমানবাহিনী কখন গঠিত হয়?
উত্তর: ২৮ সেপ্টেম্বর ১৯৭৩।
৪৫. বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠা কবে?
উত্র: ১০ জুন ১৯৭৭।
৪৬.প্রথম বাঙ্গালী মুসলিম বিমান সেনা কে?
উত্তর: স্কোয়াড্রন লিডার আফজুর রহমান।
৪৭. বাংলাদেশ বিমান বাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্রের নাম কি?
উত্তর: ঈগল ১৯৮৮ সাল থেকে প্রকাশিত।
৪৮.বিমান সেনা কি?
উত্তর: বাংলাদেশ বিমানবাহিনী ষান্মসিক পত্রিকা।
৪৯.বাংলাদেশ এয়ার ফোর্স জাদুঘরের প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৭ জুন ১৯৮৭।
৫০. বাংলাদেশ এয়ার ফোর্স জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা সেনানিবাস।
৫১.বাংলাদেশ বিমানবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ট কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান।
৫২.বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কি?
উত্তর: উড়ন্ত ঈগলের ওপর শাপলা এবং দুই পাশে দুটি করে মোট চারটি তারকা।
৫৩.বাংলাদেশ মিান বাহিনীর শ্লোগান কি?
উত্তর: বাংলার আকাশ রাকিব মুক্ত।
৫৪. বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কী?
উত্তর: পাইলট অফিসার।
৫৫.বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে?
উত্তর: শাহ মোহাম্মদ জিয়াউর রহমান।
৫৬.বাংলাদেশ নৌবহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।
৫৭.বাংলাদেশ নৌ বাহিনীর প্রথম ভাইস এডমিরাল কে?
উত্তর: সারওয়ার জাহান নিজাম।
৫৮. বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ৯ নভেম্বর ১৯৭১।
৫৯. বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনিটি?
উত্তর: বিএনএস ওসমান
৬০.বাংলাদেশ নৌবাহিনী কবে সি-৮০২  ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়?
উত্তর: ১২ মে ২০০৮।

http://joinbddefense.blogspot.com/

Best regards,
http://joinbddefense.blogspot.com/
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post