মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

১২১.বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর: এডমিরাল অব দি ফ্লিট
১২২.সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের বিমানবাহিনীর পদকে কি বেল?
উত্তর: এয়ার মার্শাল
১২৩.বর্তমানে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধানের পদবী কি?
উত্তর: জেনারেল।
১২৪.বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবী কি?
উত্তর: ভাইস এডমিরাল।
১২৬.সোর্ড অব অনার পুরস্কারে ভূষিত বাংলাদেশী প্রথম নারীর  নাম কি?
উত্তর: মারজিয়া ইসলাম (২৭ ডিসেম্বর , ২০০৪)।
১২৭.বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ প্যারেড কমান্ডারের নাম কি?
উত্তর: এলিজা শারমিন।
১২৮.বাংলাদেশ সেনাবাহিনীর (১২ ফেব্রুয়ারি ২০১৩) প্রথম নারী ছত্র্রীসেনা (প্যারাট্রুপার) কে?
উত্তর: ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
১২৯.বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০ যুক্ত হয় কবে?
উত্তর: ১৩ ডিসেম্বর ২০১২।
১৩০.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে দেশে আনা হয়?
উত্তর: ১০ ডিসেম্বর ২০০৭।
১৩১.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
উত্তর: মিরপুর শহীদ বুদ্দিজীবি কবরস্থানে(১১ ডিসেম্বর ২০০৭)
১৩২.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ২৪ জুন, ২০০৬ সালে।
১৩৩.কত বৎসর পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয়?.
উত্তরধ দীর্ঘ ৩৫ বছর পার।
১৩৪.দেশের একমাত্র পুলিশ জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে।
১৩৫.পুলিশ যাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৯৫ সালে।
১৩৬. টাস্কফোর্স কি? 
উত্তর: সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিথ দল।
১৩৭.ব্লাক আউট  কি?
উত্তর: বিমান আক্রমণ হতে রক্ষা করার জন্য সকল আলো নিভিয়ে সর্তকতামূলক সঙ্কেত প্রদানের নামই ব্লাক আউট।
১৩৮. কনভয় কাকে বলে?
উত্তর: স্থলপথে একসাথে সমারিক বাহিনীর সারিবদ্ধ গাড়ি যখন বিশেষ উদ্দেশ্যে রওয়ানা হয় তখন তাকে কনভয় বলে। প্রতিটি কনভয়ে একজন কমান্ডার ও একজন সহকারী কমান্ডার থাকে।
১৩৯. প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কি বেল?
উত্তর: বেল আউট।
১৪০.ম্যাস্কেট কি?
উত্তর: ম্যাস্টে হচ্ছে পদাতিক বাহিনীর ব্যবহার উপযোগী এক রকমের ছোট আগ্নেয়াস্ত্র।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post