মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/
১০১. বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি) জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করেন?
উত্তর: স্বাধীনতা পুরস্কার ২০০৮ (২৫ মার্চ)
১০২.র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জাতীয়পর্যায়ে কোন পুরস্কার লাব করেন?
উত্তর: সআধীনতা পুরস্কার ২০০৭ (২৩ মার্চ)
১০৩. বাংলাদেশ পুলিশ জাতীয় পর্যায়ে কোন র্পুকার লাব করেন?
উত্তর: স্বাধীনতা পুরস্কার ২০১১(২৬ মার্চ)
১০৪.বাংলাদেশে কোন দিনে জাতীয় সংহতি দিবস পালন করা হয়?
উত্তর: ৭ নভেম্বর।
১০৫.বাংলাদেশে প্রতি বছর কোন দিন সশস্ত্র বাহিন দিবস পালন করা হয়?
উত্তর: ২১ নভেম্বর
১০৬. বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শানিতরক্ষী মিশনে কাজ করে আসছে?
উত্তর: ১৯৮৮ সাল।
১০৭ বাংলাদেশ প্রথম কোন মিশনে কাজ করে?
উত্তর:        
১০৮.বাংলাদেশ এ পর্যন্ত জাতিসংঘের কতটি শান্তি মিশনে অংশগ্রহণ করেছে?
উত্তর: ৪৫ টি ।
১০৯.বর্তমানে জাতিসংঘের কতটি শানিত মিশনে বাংলাদেশের সৈন্য রয়েছে?
উত্তর: ১২ টি দেে ১৩ মিশনে।
১১০.বাংলাদেশর কতজন মহিলা পুলিম সর্বপ্রথম জাতিসংঘ মান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে?
উত্তর: ৫ জন।
১১১. কোন বাংলাদেশী নারী জাতিসংঘ মান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নেতৃত্ব দেন?
উত্তর: এস.পি. মিলি বিম্বাস।
১১২.বাংলাদেশের প্রথম মহিলা সোর্ড অব অনার লাভকারী কে?
উত্তর: মারজিয়া ইসলাম  নৌবাহিনী)।
১১৩.শিখা অনিবার্ণ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা সেনানিবাস।
১১৪. সেনরা কল্যাণ ভবন কোথায় অবস্থি?
উত্তর: মতিঝিল।
১১৫. সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কবে?
উত্তর: ২০০০ সালে।
১১৬.বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মত কতজন মহিল সেকেন্ড লেপটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করে?
উত্তর: ২০ জন।
১১৭.বিমানবাহিনীতে কবে প্রথম ৮ জন মহিলা অফিসার কমিশন লাভ করে?
উত্তর: ২০০০ সালে।
১১৮.সেনাবাহিণর জেনারেল পদের সমপর্যায়ের নৌাহিলনীর পদকে কি বলে?
উত্তর: এডমিরাল।
১১৯.বাংাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর: ফিল্ড মার্শাল।
১২০.বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদ কি?
উত্তর: মার্শাল অব দি এয়ার ফোর্স।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post