মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

http://joinbddefense.blogspot.com/

১৪১.কমান্ডো সেলো কি?
উত্তর: যুদ্ধোত্তরইরাকে প্রথমবারের মতো মার্কিন সি-১৩০ একটি পরিবহন বিমান থেকে পরিচালিত রেডিও সম্প্রচার কেন্দ্র।
১৪২. ডাইভ বোম্বার কি?
উত্তর: যে বিমান ডাইভ দিয়ে লক্ষ্যবস্তুর খুব কাছে গিয়ে বোমা নিক্ষেপ করে এবং খুব তাড়াতড়ি উড়ে যায় তাকে ডাইভ বোম্বার বলে।
১৪৩.পারমাণবিক বোমা কি?
উত্তর: ফিউসন পদ্ধতির উপর ভিত্তি করে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম দিয়ে তৈরি এক ধরনের বোমা যা হতে মুহূর্তে প্রচন্ড শক্তি নির্গত হয়। এতে নিউট্রন দিয়ে তেজক্রিয় পদার্থে নিউক্লিয়াসের উপার আবর্তন করা হয়।
১৪৪.ফ্লোটিলা কি?
উত্তর: একটি কমান্ডের কিছু জাহাজ।
১৪৫. গানবোট কি?
উত্তর: ভারী কামান বহনকারী ছোট যুদ্ধযান। যেখানে বড় জাহাজ যেতে পারে না সেখানে এই জাহাজ ব্যবহার করা হয়।
১৪৬..ব্ল্যাক (গান) পাউডার কি?
উত্তর: বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্যণে হয়। এই মিশ্যণ বিস্ফোরণের সময় প্রধানত কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন ও কিছু কার্বন-মনোক্সাইড উৎপন্ন করে। এই বিস্ফোরণকে গান পাউডার বলে।
১৪৭.সি-ব্যাট কি?
উত্তর: বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
১৪৮.কো-সাউথ-৯৮ কি?
উত্তর: বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
১৪৯. মিসাইল ডিফেন্স শিল্ড কি?
উত্দর: যুক্তরাষ্ট্রের নির্মিত সর্বাধিুনক লেসার ও রকেট ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছোড়া যে কোনো আন্তঃমহাদেশীয় ব্যাল্টিক মিসাইলেকে (আইসিবিএম ) মাঝপথে অর্থাৎ আকাশেই ধ্বংস করতে সক্ষম।
১৫০.বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়?
উত্তর: ১টি(যুক্তরাস্ট্র)।
১৫১.বাংলাদেশ মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় করে কোন দেশ থেকে?
উত্তর: রাশিয়া।
১৫২.মিগ-২৯ বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় কবে?
উত্তর: ২৩ মার্চ, ২০০০।
১৫৩.ISSB কি?
উত্তর: সামরিক বাহিনীতে বাছাই ও নিয়োগ।
১৫৪.বাংলাদেশে মহিলা পুলিশ কবে থেকে চালু হয়?
উত্তর: ১৯৭৬ সাল থেকে।
১৫৫.ডগ স্কোয়াডের কুকুর কবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ১৯৯৮ সালের ১৯ নভেম্বর জার্মান এবং লন্ডন থেকে দুর্ধর্ষ প্রজাতরি শেফার্ড এবং লেব্রায়াড জাতের কুকুরগুলো আনা হয়।
১৫৬. সরকার পুলিশ বাহিনীর সদস্যদের উপর নজরদারি করার লক্ষ্যে নতুন কোন গোয়েন্দা ইউনিট গঠন করেছে?
উত্তর: কাউন্টার ইন্টেলিজেন্স  ইউনিট
১৫৬৭.বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করে কোন মন্ত্রণালয়?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৫৮. অপারেশন উত্তরণ কোথায় চলছে?
উত্তর: পার্বত্য চট্টগ্রামে (বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত)।
১৫৯. অপারেশন রেবলে হান্ট কি?
উত্তর: ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাযঞ্জে জড়িদের গ্রেফতারে পরিচালিত অবিযান।
১৬০.অপারেশন জাকপট কি?
উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী নৌ শক্তিকে ধ্বংস করার জণ্য পরিচালিত অভিযান।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post