প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
উত্তর: ১৬ অক্টোবর ২০০২ থেকে ৯ জানুয়ারি ২০০৩ পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী ও অপারাধীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর কর্তৃক পরিচালিত অভিযান।
১৬২.অপারেমন নবযাত্রা কি?
উত্তর: ২০০৭ সালে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি।
১৬৩.অপারেশন চ্যানেল রেইডার্স ও অপারেশন বে-স্ট্রিপ কি?
উত্তর: বাংলাদেশ নৌবাহিনী কর্তক পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযান।
১৬৪.অপারেশন ডালভাত কি?
উত্তর: নিত্য প্রয়োজনীয় দ্রব্যসাগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিডিআর কর্তৃক নিদিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার অভিযান।
১৬৫. অপারেশন স্পাইডার ওয়েব কি?
উত্তর: চোরাচালান দমনে বাংলাদশে কোস্টগার্ড কর্তৃক পরিচজালিত অভিযান।
১৬৬. ২৯ মে ২০০৬ বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজিত নতুন দুটি জাহাজের নাম কি?
উত্তর: সিজিএস শেটগাং এবং সিজিএস পোর্টে গ্রান্ডে।
১৬৭.. বাংলাদেশের প্রথম অনির্মমজ্জমান যাত্রীবাহী নৌযানের নাম কি?
উত্তর: মেঘনা রানী।
১৬৮.?
১৬৯. মেসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওবি)কি?
উত্তর: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্যাটেলাইট নিয়ন্ত্রিত সর্বাধিক ওজনের বোমা। এর ওজন ২১ হাজার ৫০০ পাউন্ড( হাজার ৭৫২ কেজি)।।
১৭০.এক্স ৪৩ কি?
উত্তর: নাসা উদ্ভাসিত দ্রুত গতিসম্পন্ন বিমান।
১৭১. ইরাক যুদ্ধে ইঙ্গ-মার্কিন বাহিনী কি কি বিমান ব্যবহার করে?
উত্তর: বি-৫২, বি-১ ও ডেল্টা উইং স্টিলথ বি-২।
১৭২.যুক্তরাষ্ট্র কর্তৃক উপসাগরে মাইন অপসারণে নিয়োজিত ডলফিন বাহিনীর নাম কি?
উত্তর: মেরিন ম্যামাল।
১৭৩.প্রিডেটর কোন দেশের মনুষ্যবিহীন জঙ্গিবিমান?
উত্তর: যুক্তরাষ্ট্য।
১৭৪.ইরাক যুদ্ধে উপসাগরে মোতায়েনকৃত ব্রিটিশ হাসপাতাল জাহাজটির নাম কি?
উত্তর: আরগুস।
১৭৫.বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কেভ?
উত্তর: ১৯৭৫ সালে
১৭৬.ফ্যাস্কিন কি?
উত্তর: একটি স্ট্যাম্পিং যন্ত্র। এটি ব্যবহারের ফলে আলাদা টিকিট লাগাতে হয় না।
১৭৭. আন্তর্জাতিক টেলিযোগাযোগের মা্ধ্যম কি?
উত্তর: ভূউপগ্রহ।
১৭৮.টেলেক্স কি?
উত্তর: এক প্রকার বিশেষ টেলিফোন ব্যবস্তা যাতে বার্তা টাইপ হয়ে বের হয়। এ যন্ত্রে বার্তার কথাগুলো টেলিপ্রিন্টারের সাহয়্যে টাইপ হয়।
১৭৯.ফ্যাক্স(এটস) কি?
উত্তর: দূরে সংবাদ বা বার্তা পাঁঠানোর সঙ্গে দৃশ্য বা ছবি পাঠানোর যন্ত্র।
১৮০. ডিজিটাল টেলিফোনে ব্যবহারজনিত ক্ষয় হয় না কেন?
উত্তর: এতে চলমান যন্ত্রপাতি না থাকার কারণে।
Best regards,