মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি

৬১. বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেয়া হয় কবে?
উত্তর: ১২ জানুয়ারী ২০০০।
৬২. বাংলাদেশ নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
উত্তর: ২১ এপ্রিল ১৯৭৬।
৬৩. নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
৬৪. বাংলাদেশ নৌবাহিনীর শাখা কতটি ও কি কি?
উত্তর: ৬টি। নির্বাহী, ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই, ইলেকট্রিক্যাল, শিক্ষা ও মেডিক্যাল শাখা।
৬৫. নৌ পরিক্রমা প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৮৪।
৬৬. বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি?
http://joinbddefense.blogspot.com/

উত্তর: কাছিবেষ্টিত নোঙর ও তার উপর শাপলা।
৬৭. বাংলাদেশ নৌ বাহিনীর শ্লোগান কি?
উত্তর: শান্তিতে, সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
৬৮.বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিনড অফিারের প্রথম পদবি কি?
উত্তর: এ্যাকটিং সাব লেফটেন্যান্ট।
৬৯. বাংলাদেশ নৌবাহিীর প্রথম রণতরীর নাম কি?
উত্তর: বিএনএস পদ্মা।
http://joinbddefense.blogspot.com/

৭০।বাংলাদেশ নৌ বাহিনীর ফ্রিগেটসমূহের নাম কি?
উত্তর: বিএনএস আবু বকর, বিএনএস ওমর ফারুক, বিএনএস আলী হায়দার, বিএনএস ওসমান, বিএনএস খালিদ বিন ওয়ালিদ(বিএনএস বঙ্গবন্ধু)
৭১.বাংলাাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কি?
উত্তর: বিএনএস ‘খালিদ-বিন-ওয়ালিদ’ (বিএনএস বঙ্গবন্ধু)।
৭২.বিএনএস ‘খালিদ-বিন-ওয়ালিদ’ ফ্রিগেটটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর: দৈর্ঘ্য ১০৩.৫ মিটার, প্রস্থ ১২.২ মিটার।
৭৩.এিনএস খালিদ-বিন-ওয়ালিদ’ কে পুনঃকমিশনিং উদ্ধোধন করেন?
উত্তর: তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্ঠা ড. ফখরুদ্দিন আহমদ(১২ জুলাই, ২০০৭)
৭৪.বাংলাদেশ নৌবাহিনীতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত বিএনএস খালিদ-বিন-ওয়ালিদ’ ফ্রিগেট সংযোজিত হয় কবে? উত্তর: প্রথম কমিশন ১৬ জুন, ২০০১. পূনঃকমিশননিং ১২ জুলাই, ২০০৭।
৭৫.‘বিএনএস এস খালিদ-বিন-ওয়ালিদ এর ধারণ ক্ষমতা কত?
উত্তর: ২৩২০ টন।
৭৭.২৩ মার্চ ২০১৪ নিচেঁর কোন বাহিনীর নিজস্ব র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়?
উত্তর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৭৮.২০১৪ সালে সাত বীরশ্রেষ্ঠ স্মরণে ঢাকার বনানীতে উদ্ধোধনকৃত স্তম্ভের নাম কি?
উত্তর: বীরসপ্তক।
৭৯.মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর ‘কিলোফ্লাইট’-এর অসীম সাহসী বৈমানিকদের শ্রদ্দা জানাতে নির্মিত স্থাপনার নাম কী?
উত্তর: ঈগল টাওয়ার।
৮০.বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি?
উত্তর: বানৌজা সমুদ্র জয়।
Best regards,
http://joinbddefense.blogspot.com/

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post