মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি ( Defense Guide)

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি
http://joinbddefense.blogspot.com/

২১.বাংলাদেশের সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ সরকার কি কি পুরস্কার ঘোষণা করেছে?
উত্তর: সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য সরকার ৪টি পুরস্কার ঘোষণা করেছে। যথা-
ক. বীরশ্রেষ্ঠ-নগদ ১০,০০০ টাকা; খ. বীরউত্তম-নগদ ৫,০০০ টাকা; গ.বীরবিক্রম-নগদ ২,০০০ টাকা; ঘ.বীরপ্রতীক-গ্যালেন্ট সার্টিফিকেট।
২২. ২৮ নভেম্বর ২০১১ সালে দেশের ভবিষ্যতে যুদ্ধকালীন/অপারেশনাল কর্মকান্ডে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের জন্য কতটি পদক প্রবর্ত করা হয়?
উত্তর: ৪টি। ক. বীর সর্বোত্তম-এককালীন ৪ লাখ টাকা, মাসিক ভাতা ৫,০০০ টাকা; খ. বীর মৃত্যুঞ্জয়ী- এককালীন ৩ লাখ টাকা, মাসিক ভাতা ৪,০০০ গ. বীর চিরঞ্জীব- এককালীন ২ লাখ টাকা, মাসিক ভাতা ৩,০০০ ঘ. বীর দুর্জয়- এককালীন ১ লাখ টাকা, মাসিক ভাতা ১,০০০।
২৩ বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে?
উত্তর: ঢাকা, সাভার, মিরপুর(ঢাকা), রাজেন্দ্রপুর(গাজীপুর),বগুড়া, রাজশাহী, কাদিরাবাদ(নাটোর), শহীদ সালাহউদ্দিন (ঘাটাইল/টাঙ্গাইল), ময়মনসিংহ, কুমিল্লা, জালালাবাদ(সিলেট), চট্টগ্রাম, যশোর, জাহানাবাদ(খুলনা), রংপুর, সৈয়দপুর(নীলফামারী), খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
২৪. বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তর: ৩ জন। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল; বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানবীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
২৫.বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেয়া হয় কোথায়?
উত্তর: স্টাফ কলেজে।
২৬.বাংলাদেশ সামরিক জাদুঘর কয়টি এবং কোথায় অবস্থিত?
উত্তর: ১টি; বিজয় স্মরণী তেজগাঁও ঢাকা।
২৭.সশস্ত্রবাহিনী বিভাগের ইংরেজি নাম কি?
উত্তর অৎসবফ ঋড়ৎপবং উরারংরড়হ.         
২৮.বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি?
উত্তর : ৩টি । সেনা বার্তা, সেনা প্রবাহ, ও আর্মি জার্নাল
বাংলাদেশ স্থল বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফি$সারের প্রথম পদবী কি?
উত্তর: সেকেন্ড লেফটেন্টে।
৩০.বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর: বাংলঅদেশ ইউনিভার্সিটি অব প্রফেমনালস (BOU)
৩১.  এর পূর্ণ রূপ কি?
উত্তর: BOU বাংলঅদেশ ইউনিভার্সিটি অব প্রফেমনালস
৩২. বাংলঅদেশ জিডজেল প্লান্ট  লিিিমটেড কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়(নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী)।
৩৩.   কবে , কোথায় স্থাপিত হয়?
উত্তর: ১৯৬৭ সালে, গাজীপুর সেনানিবাস।
৩৪. সামরিক অস্ত্রশস্ত্র  ও সাজসরঞ্জাকম বিভাগকে কি বলা হয়?
উত্তর: অর্ডিন্যান্স।
৩৫. বাংলঅদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি  অবস্থান কোথায়?
উত্তর: রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর।
৩৮. বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ২৩ মার্চ ১৯৭৯।
৩৯. কম্পট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৪০. বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।

Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post