
আর যারা সফল হয়েছে তাদের শুরু হবে নতুন যাত্রা। তাদের পুরানো চেস্ট নাম্বার বাতিল হয়ে গেল। নতুন চেস্ট নাম্বার দেয়া হবে। প্রতি ব্যাচে ৫টি গ্রুপ হবে। গ্রুপ সদস্য সংখ্যা সাধারণত ৭ জন থাকে। বিভিন্ন রং এর নাম গ্রুপের নামকরন করা হয়ে থাকে। যেমন, সাদা, কালো। ইত্যাদি।
NCO-র Briefing
গ্রুপ তৈরি করার পর প্রার্থীদের সার্বক্ষণিক দেখাশুনার দায়িত্ব নিযুক্ত প্রার্থীদেরকে দিনের অন্যান্য কর্মসূচী সম্পর্কে দীর্ঘ Brief দেবেন। পরীক্ষার্থীদের সকল কার্যাবলীর খুটিনাটি তিনি আলোচনা করবেন। মনোযোগ সহকারে তাঁর আলোচনা শোনা সঠিক হবে।
NCO-র Brief শেষ হলে রুমে ফিরে কিছুট Rest নেয়া যাবে। অন্যথায় দীর্ঘ Brief শেষ হওয়ার পূর্বেই ’চা’ পানের বাঁশি পড়তে পারে।
সাইকোলজি পরীক্ষা:
চা পান শেষে নির্ধারিত পোশাক পরে লাইন করে হেঁটে হলরুমে উপস্থিত হতে হবে।
এবারে ’সাইকোলজি’ টেস্টের পালা।
সাইকোলজি টেস্টের সংগে সঙ্গেই প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।
Best regards,
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/