মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

সেনা বাহিনীর গুরুত্বপূর্ণ প্রাথমিক আলোচনা

সেনা বাহিনীর গুরুত্বপূর্ণ প্রাথমিক আলোচনা

বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা
কোন একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রাতিষ্ঠানিক দায়িত্ব সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যাস্ত থাকে। এ দায়িত্ব পালনে সে দেশের সশস্ত্র বাহিনী সর্বাত্বকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করে। আমাদের দেশের রয়েছে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী। আমাদের সাহসী ও দূর্বার সশস্ত্র বাহিনী আমাদের গর্ব। আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে তিনটি বিভাগ। এ তিনটি বিভাগ হচ্ছে-
১.সেনা বাহিনী;
২.নৌ-বাহিনী এবং
৩.বিমান বাহিনী
http://joinbddefense.blogspot.com/search/label/JOIN%20ARMY

এ তিনটি বাহিনীর সদর দপ্তরই ঢাকায় অবস্থিত। নিম্নে সশস্ত্র বাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি প্রদান করা হল”
১.বাংলাদেশে জাতীয় সংহতি দিবস পালন করা হয়-৭ নভেম্বর।
২.বাংলাদেশে প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়-২১ নভেম্বর।
৩.বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তর অবস্থিত-১৬০, কাকরাইল, ঢাকা-১০০০।
৪.বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে আসছে। -১৯৮৮ সাল।
৫.বাংলাদেশ প্রথম কাজ করে United Nation Iran-Iraq Military Observer Group (UNIMOG) মিশনে.                   .

৬.বাংলাদেশে এ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছে-৪৫টি।
৭.বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্য রয়েছে-১২ দেশে ১৩টি মিশন।
৮. জাতিসংঘের মিশনে বাংলাদেশি নারীরা প্রথম অংশগ্রহণ করে- UNIAET (পূর্ব তিমূর)।
৯.শিখা অীনর্বাণ অবস্থিত-ঢাকা, সেনানিবাসে।
১০.সেনা কল্যাণ ভবন অবস্থিত-ঢাকা, মতিঝিল।
১১.বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ-ফিল্ড মার্শাল।
১২.বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদ-মার্শাল অব দ্য এয়ার ফোর্স।
১৩.বাংলাদেশ নৌ বাহিনীর সর্বোচ্চ পদ-এডমিরাল অব দ্য ফ্লিট।
১৪.সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌ-বাহিনীর পদ-এডমিরাল।
১৫.সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের বিমান বাহিনীর পদ-এয়ার মার্শাল।
১৬.বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের পদবী-জেনারেল।
১৭.বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবী-এয়ার মার্শাল।
১৮.বর্তমানে বাংলাদেশের নৌ-বাহিনীর প্রধানের পদবী ভাইস এডমিরাল।
১৯.’টাস্কফোর্স’ হলো সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল।
২০. ISSB হলো-সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড
২১. ISSB এর পূর্ণরূপ- Inter Service Selection Board .
২২. ব্ল্যাক আউট হলো-গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানো।
২৩. ’কো সাউথ-৯৮ হলো-বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
২৪.বাংলাদেশ বিমান বাহিনীতে ’মিগ-২৯’ সংযোজিত হয়-২৩ মার্চ, ২০০০ সালে।
২৫. বাংলাদেশ ’মিগ-২৯’ যুদ্ধ বিমান ক্রয় করে রাশিয়া থেকে।
২৬.প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে বলে-বেলআউট।

Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post