মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন ( Defense Guide)

আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন
Duty Officer  এর স্বাগত সম্ভাষণঃ
ISSB এর জন্যে উপস্থিত হওয়ার নির্দেশনা সম্বলিত চিঠিতে সন্ধ্যায় ব্যারাকে/নির্ধারিত স্থানে পৌছাতে বলা হলে তার পরের দিন সকালে বা ’কল আপ’ চিঠিতে সকালে নির্ধারিত স্থান/ব্যারাকে পৌছাতে বলা হলে তার কিছুক্ষণ পর নির্ধারিত সময়ে একজন  Duty Officer  সকল প্রার্থীকে লাইনে দাঁড় করাবেন।
http://joinbddefense.blogspot.com/search/label/ISSB

Duty Officer  লাইন দাঁড়ানো প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলবেন। মনোযোগ দিয়ে তা শোনা দরকার। মূলত পরবর্তী টেস্ট সমূহে কি কি করতে হবে, কেমন আচরণ করতে হবে ইত্যাদি বিষয়ে তিনি কথা বলবেন।
Temporary Chest Number
এরপর Duty Officer  প্রত্যেক প্রার্থীকে একটি করে ’চেস্ট নাম্বার’ দেবেন। এটি কাপড়ে লেখা একটি সংখ্যা।

এটি এমনভাবে গলায় ঝুলাতে হবে যেন সামানে এবং পেছন থেকে এই নম্বর দেখা যায়। এটিকে Temporary Chest Number বলে। এখন থেকে প্রত্যেক প্রতিযোগী তার Chest Number  দিয়ে পরিচিত হবে।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post