সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের পদোন্নতি
২৪ মে ২০০৭ তিন বাহিনীর প্রধানের উন্নতিকরণ করা হয়। সরকার এক আদেশ বলে তিন বাহিনীর প্রধানদের পদবী আপগ্রেড করেছেন।বর্তমানে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল থেকে চার তারকা জেনারেল র্যাঙ্কে, নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল থেকে ভাইস এডমিরার র্যাঙ্কে এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়।
পদের নাম পূর্ব নাম বর্তমান নাম
সেনা প্রধান লে. জেনারেল জেনারেল
সকল পিএসও মেজর জেনারেল লে. জেনারেল/মেজর জেনারেল
নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল ভাইস এডমিরাল
সকল পিএসও কমোডর রিয়াল এডমিরাল/কমোডর
বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এয়ার ভাইস মার্শাল/এয়ার কমোডর
পিএসও, এএফডি মেজর জেনারেল লে. জেনারেল
কমান্ড্যান্ট এনডিসি মেজর জেনারেল লে. জেনারেল/ সমমান