জাতিসংঘ শান্তিরক্ষী পুরস্কার-২০০৭
পুরস্কারের নাম দ্যাগ হ্যামারেশেন্ড পদক। ২০০৬ সালের জন্য মোট পুরস্কারপ্রাপ্ত ; ৪৬ টি দেশের ১০৭ জন। পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশীর সংখ্যা ৮ জন। বাংলাদেশীদের পুরস্কার হস্তান্তর করা হয়। ৩১ মে, ২০০৭।
পুরস্কারপ্রাপ্তরা হলেন : ২০০৬ সালের আগস্টে আইভিরিকোস্টে নিহত ল্যান্স করপোরাল এস এম মিরা আহমদ, ল্যান্স করপোরাল আব্দুল হালিম, বেসামরিক কর্মী ’প্রাইভেট’ হিসেবে গণ্য কামরুজ্জামান খান, মোহাম্মদ মিয়া, মো: মিজানুর রহমান ও ল্যান্স কর্পোরাল আবদুস সাত্তার, ২০০৬ সালের এপ্রিলে কঙ্গো নিহত বেসামরিক আমির হোসেন এবং ২০০৬ সালের আগস্টে সুদানে নিহত ল্যান্স করপোরাল ফারুক মিয়া।
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/