জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনী
বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের আমন্ত্রণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বর্তমানে বিশ্বের ১২টি দেশে ১৩টি শান্তিরক্ষা মিশনে কর্মরত। এর মধ্যে সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন নারী কর্মকর্তা এবং ১৬০ সদস্যের নারী পুলিশের একটি বিশেষ দলও রয়েছে। দলটি হাইতিতে শান্তিরক্ষা কর্মরত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে সেনাবাহিনীর ৭ হাজার ৬৩৯, নৌবাহিনীর ৫২৬, বিমানবাহিনীর ৫১৮ এবং পুলিশের ২ হাজার ৫১ জন সদস্য কর্মরত। শান্তিরক্ষী বাহিনীর কাজে বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ লেবাননে নিয়োজিত রয়েছে। জাহাজ দুটির একটি ফ্রিগেট এবং অন্যটি অফশোর পেট্রল ভেসেল। বিমানবাহিনীর ছয়টি এমআই-১৭ হেলিকপ্টার ও একটি সি-১৩০ পরিবহন বিমান কঙ্গোতে এবং তিনটি বেল-২১২ হেলিকপ্টার আইভরিকোস্টে নিয়োজিত হয়েছে। জুন ২০১১ হাইতিতে নারী দলসহ তিনটি দলের প্রতিস্থাপন করা হয়। এর ফলে ১৬০ জন নারীসহ ৪৮০ জন পুলিশ সদস্য ঐ মিশনে কাজ করার সুযোগ পায়। প্রতি বছর ২৯ মে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়।নিচে দেশ ও মিশনের নাম উল্লেখ করা হল।
মিশনের নাম সংক্ষিপ্ত নাম
১.জাতিসংঘ পর্যবেক্ষক মিশন, জর্জিয়া UNOMIG
২.জাতিসংঘ মিশন, কসোভা UNMIK
৩.জাতিসংঘ মিশন, পশ্চিম সাহারা MINURSO
৪.জাতিসংঘ মিশন, সিয়েরালিওন UNAMSIL
৫.জাতিসংঘ অপারেমন মিশন, আইবরিকোস্ট UNOCI
৬.জাতিসংঘ মিশন, পূর্বতিমুর UNMISET
৭.জাতিসংঘ মিশন, কঙ্গো MOUNC
৮.জাতিসংঘ মিশন, ইথিওপিয়া/ইরিত্রিয়া UNMEE
৯.জাতিসংঘ মিশন, লাইবেরিয়া UNMIL
১০.জাতিসংঘ মিশন, লাইবেরিয়া UNAMA
১১.জাতিসংঘ অগ্রগামী মিশন, সুদান UNAMIS
১২.জাতিসংগ পর্যবেক্ষক মিশন, বরুন্ডি UNOB
১৩.জাতিসংঘ মিশন, লেবানন UNIFIL
Best regards,