মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

জাতিসংঘ শান্তিরক্ষী পুরস্কার-২০১২

জাতিসংঘ শান্তিরক্ষী পুরস্কার-২০১২

http://joinbddefense.blogspot.com/
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতি হিসেবে সাতজন বাংলাদেশি জাতিসংঘ পদক পেয়েছেন। ২০১১ সালে ৩০টি দেশের পুরস্কারপ্রাপ্ত ৭৫ জন শান্তিরক্ষী (সামরিক ও পুলিশ) এবং ৩৭ জন বেসামরিক শান্তি রক্ষীকে এই পুরস্কারে ভূীষত করা হয়। পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশীদের সংখ্যা ৭জন।। বাংলাদেশীদের পুরস্কার হস্তান্তর করা হয় ২৯ মে ২০১২ সালে।
পুস্কারপ্রাপ্তরা হলেন : ২০১১ সালের বিভিন্ন সময়ে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় নিহত ১.মেজর কে এম জিয়াউল হক ২. ক্যাপ্টেন মোহাম্মদ ইফতেখার আলম ৩. সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুর সালাম ৪. কর্পোরাল মো : ইউনুস মিয়া ৫. এসএসপি মো : আব্দুুল মালেক দর্জি  ৬. সিনিয়র এএসপি মো: সাইদুর রহমান ও ৭. কনসেটবল মো : নাসির উদ্দিন।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post