মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

মৌখিক পরীক্ষার্থী পরীক্ষকের সামনে কিভাবে জবাব দিবেন? (ডিফেন্স গাইড)

মৌখিক পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থীকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।
নিজেকে যথাসম্ভব সংযত রেখে ধির-স্থির ভাবে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার উত্তম স্বাক্ষর উপস্থাপিত করে প্রার্থিত চাকুরীতে ঠাঁই করে নেয়ার মানসিকতা সুদৃঢভাবে পোষন করতে হবে। এজন্য তার করণীয় অনেক যুুক্তিযুক্ত কর্মাদি রয়েছে। যেমন-
১.কক্ষে প্রবেশ করে পরীক্ষকগণের সামনে দাঁড়িয়ে সালাম দিতে হবে
২. সালাম দেয়ার পর পরীক্ষকগণ বসতে বললে বসতে হবে।
৩. নতুবা খানিকক্ষণ অনুমতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থেকে অনুমতি না পেলে অনুমতি প্রার্থনা করতে হবে।
৪.অনুমতি পাওয়ার আগে কোন ক্রমেই চেয়ারে বসা যাবে না।
৫.প্রশ্নের জবাব শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে দিতে হবে।
৬. কোন অবস্থাতেই নিজেকে দুর্বল ভেবে দুর্বলতা প্রদর্শন করা যাবে না।
৭. অতি ত্বরিত  না হয়েও দ্রুততার সাথে এবং অল্প বা শ্লথ  না হয়েও শান্তভাবে  উত্তর দেয়া যেতে পারে।
৮.অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুণাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগনকে ধারনা দিতে হবে।
৯.আত্মবিশ্বাসের সাথে শান্ত ও ভদ্রভাবে উত্তর দেয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়।
১০.প্রার্থীর চিত্তাকর্ষকভাবে উত্তর দেয়ার ক্ষমতা থাকা প্রয়োজন।
১১.ত্বরিত ও দীর্ঘ না হয়ে সংক্ষিপ্ত ও আসল বিষয়বস্তুর প্রতি দৃষ্টি রেখে যতাযথ উত্তর দিতে হবে।
১২.প্রয়োজনবোধ পরীক্ষার্থীকে ব্যাপক বিস্তৃত আকারে উত্তর দিতে হতে পারে কিন্তু তা মাত্রাতিরিক্ত দীর্ঘ ও এক ঘেঁয়ে ও বিরক্তিকর না হওয়া ভাল।
১৩.যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করা উচিত।

http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB.html
১৪.গোঁড়ামি বা অসার বাক-বিতন্টডা পরিহার করা বাঞ্চনীয়।
১৫.সকল অবস্থায় স্বাভাবিক মানসিকতা বজাড় রাখার চেষ্টা রাখতেহবে।
১৬.তাকে অবশ্যই উদ্যম, সাহস ও আত্মবিশ্বাস বজায় রাখতে হবে।
১৭.অনেক সময় সাক্ষাৎকার পরীক্ষার পরিবেশকে প্রার্থীর পক্ষে সহজ করার জন্য পরীক্ষক দু’একটি রসিকতা করে থাকেন। এ সুযোগে প্রার্থীও সম্ভব হলে রসিকতা করে তার সদালাপী আচর ব্যবহার প্রমান দিতে সচেষ্ট থাকবে।
১৮.অনেক সময় প্রার্থী জবাব দিতে অপারগ হলে পরীক্ষক সঠিক জবাবের দিকে ইঙ্গিত করেন এবং প্রার্থীর জানা বিষয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রার্থীকে সতর্ক হয়ে ইঙ্গিতের প্রতি নজর দিয়ে যোগ্যতার প্রমান রাখতে সচেষ্ট হতে হবে।
১৯. বিনীতভাবে কথোপকথন করতে হবে।
২০.বিদায় নেয়ার সময় ধন্যবাদ দেয়ার পর সালাম দিয়ে বিদায় নিতে হবে।
Best regards
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/


People Came Here By Searching 
ISSB, Viva, Recent Exam, Exam Question, Join Army, Join Navy, Join Air Force, Join BGB, Join Bangladesh Police, Join Fire Service, Join BNCC, Join Ansar Battalian, Recent Exam of Army, Recent Exam of  Navy, Recent Exam of  Air Force, Recent Exam of  BGB, Recent Exam of  Bangladesh Police, Recent Exam of  Fire Service, Recent Exam of  BNCC, Recent Exam of  Ansar Battalian, মৌখিক পরীক্ষার প্রশ্ন, মৌখিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসে?, বিগত পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন, মৌখিক পরীক্ষায় কিভাবে জবাব দিতে হয়?, 

Related Posts
Previous
« Prev Post

1 comments