মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

মৌখিক পরীক্ষায় ব্যর্থতার কারণ (Defense Guide)



মৌখিক পরীক্ষায় অকৃতকার্যতার অনেকগুলো কারণের মধ্যে নি¤œ বর্ণিত কারণগুলো অন্যতম
.পুঁথিগত বা গ্রন্থগত বিদ্যার বাইরে না জানা: অনেক পরীক্ষার্থীদের দেখা যায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সার্টিফিকেট অর্জন করলেও পুঁথিগত বিদ্যার বাইরে তারা তেমন কিছুই জানে না তাদের জ্ঞান-বুদ্ধি পাঠ্যপুস্তকে নির্ধারিত সংকীর্ণতার মধ্যে আবদ্ধ থাকে ফলে মৌখিক পরীক্ষার মত সম্প্রসারিত মঞ্চে গিয়ে তারা বিফল হয়
.খন্ডিত জ্ঞান আহরণ : অনেক পরীক্ষার্থীকে দেখা যায় তাদের অর্জিত জ্ঞান সীমিত এবং খন্ডিত তারা যে বষিয়ের ওপর পড়াশুনা করেছেন সে বিষয় সম্পর্কে সুস্পষ্ঠ ধারণা না রেখে ভাসাবাসা বা ঝাপসা ধারনা পোষন করে ফলে তাদের দৃঢতা থাকে না সন্দেহ এবং অবিশ্বাসের দোলায় তারা দুলতে থাকে পরিণামে তাদের ব্যর্থতা অনিবার্য
http://joinbddefense.blogspot.com/ISSB.অলসতা এবং অনাগ্রহ : অনেক পরীক্ষার্থদের দেখা যায় কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ শেষ করে পড়াশুনার সাথে তাদের আর কোন সম্পর্ক থাকে না অলসতা এবং অনাগ্রহ তাদের মধ্যে কাজ করে এই অলসতা এবং অনাগ্রহ তাদের ব্যর্থতার অন্যতম কারণ
. চর্চার অভাব: অনেক প্রার্থীরা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপন করে কর্মজীবনের সন্ধানে বের হয়ে পড়াশুনার প্রতি আর কোন যোগাযোগ রাখে না ফলে চর্চার অভাবে পাঠ্য বিষয়গুলো অনেক পরিমাণে ভুলে যায় পরিণামে মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হয়
.দুর্বল চিত্ততা: দুর্বল চিত্তের অনেক পরীক্ষার্থীর পারিপার্শ্বিক প্রতিবেশ সম্পর্কে কোন সম্যক ধারণা থাকেনা যে জেলায় তার জন্ম সে জেলার গুরুত্বপূর্ণ স্থান, বিষয়, ব্যক্তিত্ব ইত্যাদি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকে না ফলে পরীক্ষকগণ যখন তার পারিপার্শ্বিক প্রতিবেশ সম্পর্কে জানতে চান তখন সে ব্যর্থতার পরিচয় দেয় পরিণামে সে অকৃকার্য হয়
.সমকালীন ঘটনাবলী সম্পর্কে অজ্ঞতা: মৌখিক পরীক্ষায় একজন প্রার্থীকে সমকালীন জাতীয় আন্তর্জাতিক বিষয় সম্পর্কে প্রশ্নকরা হয়ে থাকে কারণে সমসাময়িক সময় ঘটে যাওয়া জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানতে হয় কেউ যদি তা না জানে তবে তার ব্যর্থতা অনিবার্য
. তাৎক্ষণিক পারঙ্গমতা : একজন পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা যাচাই করার জন্য তার উপস্থিত বুদ্ধি পরিমাপ করা হয়ে থাকে পরীক্ষার্থী যদি দৃঢতার সাথে তার সামনে উপস্থাপিত সমস্যাটির তাৎক্ষণিক সমাধান দিতে ব্যর্থ হয় তবে তার অকৃকার্যতা সুনিশ্চিত



Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Previous
« Prev Post