মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য (Defense Guide)


মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য : 
 মৌখিক পরীক্ষার্থীকে পরীক্ষা বোর্ডে তার ওপর অর্পিত যাবতীয় কর্তব্যাদি পালনের জন্য মনোবল ধৈর্য ধরে সতর্ক থাকতে হবে-যেন  তিনি এমন ভুল উত্তর না দেন বা ত্রটিপূর্ণ আচরন না করেন যাতে পরীক্ষকগণ তার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন। পরীক্ষার্থী যদি প্রথমে একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দেন তবে পরীক্ষকগণ হয়ত তাকে আর কোন প্রশ্ন জিজ্ঞেস না করে বিদায় করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে, পরীক্ষার্থী প্রথম প্রশ্নটির যুক্তি অর্থপূর্ণ সঠিক উত্তর দেয়ায় পরীক্ষকগণ তার সমন্ধে অনুকূল ধারণা পোষণ করে ফেলেন এবং তিনি পরবর্তী প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিয়ে সফলতা লাভ করেন। প্রকৃত পক্ষে আজকাল শুধু পুথিঁগত বা গ্রন্থগত বিদ্যা অর্জন করলে চলে না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের যোগ্যতার স্বাক্ষর উৎকীর্ণ করতে হলে বর্তমান বিশ্বে যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে যা নিজ দেশের মধ্যে যে সব উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে যা পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে পরীক্ষার্থীর সম্যক ধারণা থাকা একান্ত জরুরী। মূলত একজন শিক্ষিত কর্মচারী বা পদস্থ ব্যক্তির এমন জ্ঞান বা তথ্য তত্ত্ব সম্পর্কে ধারণা থাকা উচিত যা তার বাস্তব জীবনে চলার পথে আলোকবর্তিকারূপে কাজ করে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। নতুন নতুন বিষয়ে জানতে সাইটিতে নিয়মিত ভিজিট করুন।

আপনাদের কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে







Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post