মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

মৌখিক পরীক্ষার নমুনা

http://joinbddefense.blogspot.com/
বিসিএস ক্যাডারের একটা পদে প্রার্থী নির্বাচনে মৌখিক পরীক্ষার নমুনা:
প্রথমে পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করে পরীক্ষকগণের উদ্দেশ্যে সালাম দিবেন।
পরীক্ষার্থী বোর্ডের চেয়ারম্যান সালামের জবাব দিয়ে তাকে তার জন্য নির্ধারিত আসনে বসার অনুমতি দিবেন। তখন প্রার্থী তাঁর মূল সার্টিফিকেটগুলো চেয়ারম্যানের নিকট প্রদান করবেন। তারপর চেয়ারম্যান মহোদয় তাঁকে প্রশ্ন করতে শুরু করবেন।
চেয়ারম্যান : আপনার নাম কি?
প্রার্থী : আমার নাম আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়।
চেয়ারম্যান : বিজয় শব্দের অর্থ কি?
প্রার্থী : জয়ী।
চেয়ারম্যান :আপনার নামের প্রথম ভাগ একজন মনীষীর পিতার নামের সাথে সম্পৃক্ত। আপনি তাঁর পরিচয় জানেন কি?
প্রার্থী : জ্বী হ্যাঁ, তিনি আমদের প্রিয় নবী (সঃ) এর পিতা আব্দুল্লাহ।
চেয়ারম্যান : আমাদের প্রিয় নবী (সঃ) কত সালে জন্মগ্রহণ করেন?
প্রার্থী : ৫৭০ খ্রিঃ।
চেয়ারম্যান : তাঁকে মদিনা ও মক্কাবাসীরা কি নামে ডাকত?
প্রার্থী : আল-আমিন।
চেয়ারম্যান : আল-আমিন শব্দের অর্থ কি?
প্রার্থী : বিশ্বাসী।
চেয়ারম্যান : নবীজী জন্মলাভের পূর্বে সে যুগকে কি নামে অভিহিত করা হত?
প্রার্থী :আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ।
চেয়ারম্যান : এ যুগে একজন বিখ্যাত কবি ছিলেন। আপনি তাঁর নাম জানেন কি?
প্রার্থী : জ্বী হ্যাঁ, তিনি প্রখ্যাত কবি ইমরুল কায়েস।
দ্বিতীয় পরীক্ষক:
আপনার বাড়ি কোন জেলায়?
প্রার্থী : ফরিদপুর জেলায়।
দ্বি:প্র: এই জেলায় একজন মহৎ মনীষী জন্মগ্রহণ করেছে। আপনি তাঁর নাম জানেন?
প্রার্থী : জ্বী জানি। তিনি হযরত শেখ ফরিদ (রাঃ)
দ্বি:প: এ জেলায় দু’একজন পীর মুরশিদের নাম বলবেন কি?
প্রার্থী : জ্বী, হাজী শরীয়তুল্লাহ ও পীর দুদু মিয়া।
দ্বি:প: দুদু মিয়ার আন্দোলনের নাম কি?
প্রার্থী: ফরায়েজী আন্দোলন।
দ্বি:প: এ জেলার কয়েকজন সাহিত্যিকের নাম বলবেন?
প্রর্থী : জ্বী। ড. এনামুল হক হুমায়ুন কবির, আলাওল প্রমুখ।
তৃতীয় পরীক্ষক:
আপনি কোন বিষয়ের ওপর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় পড়াশুনা করেছেন?
প্রার্থী: বাংলা ভাষা ও সাহিত্য।
তৃ:প: সাহিত্যের যুগ বিভাগের ধারণার যৌক্তিকতা কতটুকু?
প্রার্থী: সাহিত্যের যুগ বিভাগের ধারণার যৌক্তিকতা বিশিষ্ট পন্ডিতদের মধ্যে যুগ বিভাগ নিয়ে মতান্তর থাকলেও সবাই যুগবিভাগের যৌক্তিকত স্বীকার করেন। আমার মতামতও তাই।
তৃ:প: চর্যাপদের বিষয়বস্তু কি ছিল?
প্রার্থী: সাধন-ভজন সংক্রান্ত।
তৃ:প: চর্যার পদকর্তারা কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?
প্রার্থী : সহজয় মতবাদে।
তৃ:প: চর্যাপদের অনেক বাক্য আজও প্রবাদবাক্য হিসেবে ব্যবহৃত হয়। আপনি এর একট দৃষ্টান্ত দিবেন?
প্রার্থী: জ্বী। আপনা মাসে হরিণা বৈরী।
তৃ:প:শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে লিখেছেন?
প্রার্থী:বডু– চন্ডীদাস।
তৃ:প: এর প্রধান চরিত্র কে কে?
প্রার্থী: শ্রীকৃষ্ণ, রাধা ও বড়াই।
তৃ:প:আাওলের একট গ্রন্থের নাম বলুন?
প্রার্থী:পদ্মাবতী।
তৃ:প:‘পদ্মাবতী’ গ্রন্থের কবি কে?
প্রার্থী : জায়সী।
তৃ:প: পদ্মাবতী কোন ভাষা থেকে অনূদিত?
প্রার্থী: হিন্দি।
তৃ:প: এ গ্রন্থের মূল নাম কি?
প্রার্থী: পদুমাবৎ।
তৃ:প: কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
প্রার্থী:অগ্নিবীণা।
তৃ:প:অগ্নিবীণার প্রথম কবিতা কি?
প্রার্থী:প্রলয়োল্লাস।
তৃ:প: রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কারে ভূষিত হন?
প্রার্থী: ১৯১৩ সালে।
তৃ:প:ইংরেজ সরকার তাকে কি উপাধি দেন?
প্রার্থী: নাইট।
তৃ:প:তিমির হননের কবি কে?
প্রার্থী: জীবনানন্দ দাশ।
তৃ:প: বাংলা ভাষার ইতিবৃত্ত কোন ধরনের গ্রন্থ?
প্রার্থী:গবেষণামূলক।
তৃ:প: গৌড়ীয় ব্যাকরণ কে লিখেছেন?
প্রার্থী: রাম মোহন রায়।
চতুর্থ পরীক্ষক :রামমোহন রায়ের সমসাময়িক একজন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদের নাম বলুন।
প্রার্থী: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
চ:প: বিদ্যাসাগর কি নিয়ে আন্দোলন করেন?
প্রার্থী:বিধবা বিবাহ নিয়ে।
চ:প: তিনি সার্থকতা লাভ করেছিলেন কি?
প্রার্থী:জ্বী হ্যাঁ।
চ:প: উপমহাদেশে কবে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়?
প্রর্থী: ১৮৫৭ সালে।
চ:প:এ সংগ্রামের নাম কি?
প্রার্থী: সিপাহী বিদ্রোহ।
চ:প: মোগল সাম্রাাজ্যের প্রতিষ্ঠাতা কে?
প্রার্থী: জহির উদ্দীন মোহাম্মদ বাবর।
চ:প: কবে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত যায়?
প্রার্থী: ১৭৫৭ সালের ২৩ শে জুন।
চ:প: কোথায়?
প্রার্থী: পলাশীর আম্রকাননে।
চ:প: কত তারিখে মুজিব নগর সরকার ঘোষণা করা হয়?
প্রার্থী : ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল।
চ:প: মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
প্রার্থী: সৈয়দ নজরুল ইসলাম।
চেয়ারম্যান: আলান্টা অলিম্পিকে কোন দেশে বেশি স্বর্ণপদক পায়?
প্রার্থী: যুক্তরাষ্ট্র।
চেয়ারম্যান: সার্কের সচিবালয় কোথায়?
প্রর্থী:কাঠমুন্ডুতে।
চেয়ারম্যান:সার্কের পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
প্রাথী: নেপালে।
চেয়ারম্যান : পুশইন সম্পর্কে আপনার মন্তব্য কি?
প্রার্থী: অমানবিক অবন্ধুসুলভ এবং ক্ষমতার দাপটে পড়শী দেশকে কাবু করা।

চেয়ারম্যান:আপনি আসুন। আপনাকে ধন্যবাদ।
প্রার্থী: আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post