মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

ISSB এর জন্য উপস্থিত হওয়া। (Defense Guide)

 ISSB এর জন্য উপস্থিত হওয়া।

লিখিত পরীক্ষার ফলাফল প্রথমে দৈনিক পত্রিকায় ছাপা হয়। এরপর পরীক্ষার্থীদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে জানানো হয়।
১. লিখিত পরীক্ষার ফলাফল এবং আগামীতে করণীয় নির্দেশাবলী সম্বলিত এ চিঠিতে
প্রার্থীকে তার উত্তীর্ণতার কথা জানানো হয়।
২. প্রার্থীকে নির্ধারিত স্থান ও সময়ে ISSB Test  এর জন্য উপস্থিত হতে বলা হয়।
ক. কখনো নির্ধারিত দিনের অপরাহ্নে পৌথাতে বলা হয়। এর রকম অবস্থায় রাত্রিবাসের পর পরদিন সকাল থেকে টেস্ট শুরু হয়।
খ.কখনো নির্ধারিত দিনের প্রত্যুষে পৌছাতে বলা হয়। এর রকম অবস্থায় পৌছানোর অল্প সময় পরেই টেস্ট শুরু হয়।
গ.প্রার্থীকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগে নেয়ার তালিকা দেয়া হয়। প্রার্থীকে ঐ সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হয়।
 ISSB Test  এর জন্য ঢাকা ক্যান্টনমেন্টের নির্ধারিত স্থান/সংরক্ষিত ব্যারাকে উপস্থিত হতে বলা হয়। এ স্থানটি সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকা নয়।
ISSB Test  এর জন্য উপস্থিত সকল প্রার্থীকেই মানসিকভাবে ৩ দিন থাকা এবং বিভিন্ন টেস্টে  অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে আসতে হয়। নির্ধারিত স্থানে উপস্থিতির সংগে সংগে প্রার্থীকে স্বাগত জানানো হয়। এরপর তাকে তার জন্যে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থী তার ব্যক্তিগত জিনিসপত্র রেখে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যপৃত হয়।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post