মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ (ডিফেন্স গাইড)

মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্ব বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরাীক্ষার্থীকে সজাগ থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য পোশাক নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে কিছু নিয়ম রীতি অনুসরণ করতে হয়। যেমন-
১.মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্ব বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে সজাগ থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য পোশাক নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। যেমন-
ক.এমন পোশাক পরা উচিত নয় যাতে পরীক্ষার্থীকে ভাড়ের মত দেখায়।
খ.আবার এমন পোশাক পরা উচিত নয় যাতে তার ব্যক্তিত্বকে হালকা করে দেয়।
গ.পরীক্ষার্থী সাদা সার্ট বা এক রংগের শার্ট পরতে পারেন।
ঘ. তবে খুব গাঢ বা রং-বেরঙের শার্ট পরা উচিত নয়।
ঙ.পোশাক অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
চ.সার্টের কলার কয়লাযুক্ত বা তেল বা ঘামে যেন ভেজা না থাকে।
ছ.বোতামগুলো শার্টের রঙের সাথে মিল থাকলে ভাল হয়।
জ.শার্টের কোথাও বেতাম খালি আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে দেখতে হবে।
ঝ.পরীক্ষার্থী স্যুট পরলে তাকে অবশ্যই নেকটাই পরতে হবে। কারণ, টাই ছাড়া স্যুট বেমানান।
ঞ.স্যুটের সাথে টাই মানানসই হওয়া বাঞ্চনীয়। গ্রীষ্মকালীন স্যুটের সাথে গরম টাই পরা উচিত নয়।
ট.স্যুট ও টাই খুব কারুকার্যময় ঝলমলে না হওয়া বাঞ্চনীয়।
ঠ.প্রার্থী বেঁটে হলে তাকে উপর থেকে নিচ দিকে ডোরা ডোরা দাগযুক্ত স্যুট পরা উচিত।
এতে তাকে কিছুটা লম্বা দেখাবে।
ড.প্রার্থী অতিরিক্ত লম্বা হলে তার আড়াআড়ি দিকে ডোরা ডোরা দাগযুক্ত স্যুট পরা উচিত। এতে তাকে কিছুটা কম লম্বা দেখাবে।
ঢ.পরীক্ষার্থী যে প্যান্ট পরবেন তাতে যেন পরিস্কার থাকে।
ন. পরীক্ষার্থী যে প্যান্ট পরবেন তাতে যেন ভাঁজ থাকে।
ত.মোজা প্যান্ট ও স্যুটের সাথে মিলিয়ে নেয়া ভাল।
থ.ছেঁড়া মোজা পরা উচিত নয়।
দ.মোজার ইলাস্টিক না থাকলেও যেন জুতার উপরে মোজা না জমা হয় সেদিন লক্ষ্য রাখতে হবে।
ধ.জুতা বেশ পরিস্কার ও চকচকে হওয়া বাঞ্চনীয়।
ণ.সাধারণ প্রয়োজনের জন্য একখানা রুমাল ব্যবহার করা যেতে পারে।
প.একটা ম্যাচ করা রুমাল কোটের পকেটে সুন্দরভাবে ভাঁজ করে রাখা যেতে পারে।
ফ.অতিরিক্ত ঘাম চুষে নেয়ার জন্য কিচু সুগন্ধি পউডার ঘাড়ের চারদিকে মুখমন্ডলে ও অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
ব.পরিশেষে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার্থী যে পোশাক পরবেন তা যেন শালীন ও শোভন হয় এবং তার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য যথোপযুুক্ত হয়।
http://joinbddefense.blogspot.com/মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/

Related Posts
Previous
« Prev Post