মৌখিক পরীক্ষার দিন প্রার্থীর করণীয় অনেক কর্তব্য থাকে। আগে থেকে সে যদি সব ঠিকঠাক না করে রাখে তবে সেদিন তার জন্য নানা রকম বিপত্তিজনক পরিস্থিতির জন্ম দিতে পারে। এজন্য পরীক্ষার দিন করণীয় কর্তব্য সম্পর্কে তার ধারণা গুছোলো থাকা বাঞ্চনীয়। যেমন-
১.কোন অজানা অচেনা জায়গা হলে পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আগের দিন ধারণা নেয়া বা চিনে নেয়া ভাল।
২.মৌখিক পরীক্ষার আগের রাতে বেশি রাত না জাগাই ভাল।
৩.ঐরাতে সনিদ্রা হওয়া দরকার যাতে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে।
৪. সকালের কাজকর্ম সেরে কম করে হলেও আধ ঘন্টা আগে পরীক্ষা হলে যাওয়া ব্যঞ্চনীয়।
৫. প্রার্থীর হাসিখুশি থাকা ভাল।
৬. অন্যান্য পরীক্ষার্থীদের সাথে পরিমিত পর্যালোচনা আলাপ করা যেতে পারে।
৭.অন্যের কাজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া ভাল। তবে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যকে জানানো উচিত নয়।
৮. পরীক্ষার হলের সামনে চিৎকার করে কথা বলা, উচ্চহাসি দেয়া বা অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক আলোচনা করা উচিত নয়।
৯. নিজেকে অপরের কাছে বেশি প্রকাশ করা উচিত নয়।
১০.পান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে পরীক্ষার দিন তা না করাই ভাল।
১১.পরীক্ষা দেরীতে শুরু হলে অস্থিরতা দেখানো উচিত নয়।
১২.পরীক্ষা হলে প্রবেশের আগে সার্টিফিকেটগুলো ও পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা তা মিলিয়ে নেয়া ভাল।
১৩. যদি দরজা খুলে হলে প্রবশে করতে হয় তবে পরীক্ষার্থীকে প্রবেশ করার পর দরজাটা বন্ধ করতে হবে।
Best regards,
১.কোন অজানা অচেনা জায়গা হলে পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আগের দিন ধারণা নেয়া বা চিনে নেয়া ভাল।
২.মৌখিক পরীক্ষার আগের রাতে বেশি রাত না জাগাই ভাল।
৩.ঐরাতে সনিদ্রা হওয়া দরকার যাতে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে।
৪. সকালের কাজকর্ম সেরে কম করে হলেও আধ ঘন্টা আগে পরীক্ষা হলে যাওয়া ব্যঞ্চনীয়।
৫. প্রার্থীর হাসিখুশি থাকা ভাল।
৬. অন্যান্য পরীক্ষার্থীদের সাথে পরিমিত পর্যালোচনা আলাপ করা যেতে পারে।
৭.অন্যের কাজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া ভাল। তবে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যকে জানানো উচিত নয়।
৮. পরীক্ষার হলের সামনে চিৎকার করে কথা বলা, উচ্চহাসি দেয়া বা অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক আলোচনা করা উচিত নয়।
৯. নিজেকে অপরের কাছে বেশি প্রকাশ করা উচিত নয়।
১০.পান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে পরীক্ষার দিন তা না করাই ভাল।
১১.পরীক্ষা দেরীতে শুরু হলে অস্থিরতা দেখানো উচিত নয়।
১২.পরীক্ষা হলে প্রবেশের আগে সার্টিফিকেটগুলো ও পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা তা মিলিয়ে নেয়া ভাল।
১৩. যদি দরজা খুলে হলে প্রবশে করতে হয় তবে পরীক্ষার্থীকে প্রবেশ করার পর দরজাটা বন্ধ করতে হবে।
Best regards,