মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর প্রস্তুতি ( দৈহিক সাজসজ্জা)

দৈহিক সাজসজ্জা : 
মৌখিক পরীক্ষায় যেহেতু পরীক্ষকগণের সামনে পরীক্ষার্থীকে উপস্থিত হতে হয়, সেকারণে দৈহিক সাজসজ্জার দিকে নজর দেয়া প্রত্যেক সচেতন পরীক্ষার্থীরই উচিত
এক্ষেত্রে তার কছিু নীতিমালা অনুসরণ করা উচিত। যেমন-
১.মাথার চুল অতিরিক্ত বড় হওয়া বাঞ্চনীয় নয়।
২. মাথার চুল খুব ছোট করাও বাঞ্চনীয় নয়।
৩. মাথার সুবাসিত ব্যবহার করা বাঞ্চনীয় নয়।
৪. মাথার চুল নিজের মত করে পরিপাটি করা বাঞ্চনীয়।
৫.নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাজির করা।
৬.গোঁফ পরিষ্কার ও সুন্দরভাবে ছেঁটে রাখা উচিত।
৭. যারা ধাঁড়ি রাখেন তাদের তা পরিপাটি করে রাখা উচিত।
৮. যারা দাঁড়ি রাখেন না তাদের শেভ করা উচিত।
৯. দাঁত পরিষ্কার রাখা উচিত যাতে দুর্গন্ধ না বেরোয়।
১০.নিজেকে সুন্দর ও নান্দনিক বিমুগ্ধতায় উপস্থাপনের জন্য অতিরক্ত পাউডার কিংবা অন্য কোন প্রসাধনী বেশি পরিমান ব্যবহার করা উচিত নয়।
http://joinbddefense.blogspot.com/মৌখিক পরীক্ষা দৈহিক সাজসজ্জা


Best regards,

Related Posts
Previous
« Prev Post